AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন সামি? খুশির খবর শোনালেন জয় শাহ

Latest Updates Of Mohammed Shami: তেইশের বিশ্বকাপে এক কথায় আগুন ঝরিয়েছেন সামি। তবে বিশ্বকাপের পর চোটের কারণে বিশ্রামে রয়েছেন। তবে কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দেখা যাবে না সামি ম্যাজিক? জল্পনা ছিল তুঙ্গে। যদিও ভারতের টেস্ট দলে রাখা হয়েছে তাঁকে। এ বার ভারতীয় ক্রিকেটফ্যানেদের স্বস্তির খবর শোনালেন জয় শাহ।

Mohammed Shami: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন সামি? খুশির খবর শোনালেন জয় শাহ
মহম্মদ সামিImage Credit: ছবি: X
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 6:06 PM
Share

নয়াদিল্লি: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স। একের পর উইকেট নিয়ে চমক দিয়েছিলেন মহম্মদ সামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডরে বিরুদ্ধে একাই তুলে নেন ৭ উইকেট। এক কথায় ওডিআই বিশ্বকাপে আগুন ঝরিয়েছেন সামি। বিশ্বকাপ শেষে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছে ভারতীয় বিমান। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ফরম্যাটে সিরিজ খেলবে ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট দলে রয়েছেন সামি। তবে টেস্টে সামির উপস্থিতি নিয়ে একটা জল্পনা চলছিল ক্রিকেটমহলে। শোনা যাচ্ছিল চোট রয়েছে তাঁর। তাই নতুন বছরে টি-২০ বিশ্বকাপের আগে হয়তো তাঁকে বিশ্রাম দেওয়া হবে। তবে এ বার সব জল্পনার অবসান ঘটিয়েছেন জয় শাহ। বিসিসিআই সচিব জানান, সুস্থ হয়ে উঠছেন সামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে ওঠার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ভারতের অন্যতম ভরসাযোগ্য পেসার। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে এক কথায় আগুন ঝরিয়েছেন সামি। তবে বিশ্বকাপের পর চোটের কারণে বিশ্রামে রয়েছেন। তবে কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দেখা যাবে না সামি ম্যাজিক? জল্পনা ছিল তুঙ্গে। যদিও ভারতের টেস্ট দলে রাখা হয়েছে তাঁকে। এ বার ভারতীয় ক্রিকেট ফ্যানেদের স্বস্তির খবর শোনালেন জয় শাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সামিকে থাকতেই হবে। আমরা নিশ্চিত সময়ের আগেই সেরে উঠবে। এই মুহূর্তে এনসিএতে নেই। তবে কিছুদিনের মধ্যেই সেখানে আসবে। ”

এখানেই শেষ নয়, শেষে যোগ করেন, “দক্ষিণ আফ্রিকা সফরের আগে যাবতীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এনসিএতে আসবে। চোট কতটা গুরুতর সে সব খতিয়ে দেখা হবে।” তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সামির উপস্থিতি নিয়ে আশাবাদী শাহ। জানান, পেসার, অলরাউন্ডারদের জন্য এগুলো সাধারণ বিষয়। সামির চোট গুরুতর হলেও, মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। রবিবার সকালে অনুশীলনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সামি। যাতে নেটে ব্যাট করতে দেখা গিয়েছে তাতে। আর তাতেই হাসি ফুটেছে ভক্তদের মুখে।