IND vs BAN: পাকিস্তানের পর বাংলাদেশও, বিরাট-রোহিতদের সফর বাতিল!
India Tour of Bangladesh: সিরিজের সূচিও প্রকাশ হয়েছিল। অগস্টে বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফের একসঙ্গে খেলতে দেখার সুযোগ। যদিও সেই অপেক্ষা বাড়তে চলেছে।

ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এজবাস্টনে চলছে দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড সফরের পর সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ সফরে যাওয়ার কথা। সিরিজের সূচিও প্রকাশ হয়েছিল। অগস্টে বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফের একসঙ্গে খেলতে দেখার সুযোগ। যদিও সেই অপেক্ষা বাড়তে চলেছে। বাংলাদেশ সফর স্থগিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
পাকিস্তানে যাওয়া অনেক আগেই বন্ধ। দু-দেশের রাজনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিল সরকার ও বোর্ড। এ বার বাংলাদেশের ক্ষেত্রেও নিরাপত্তাজনিত কারণ। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা। সে কারণে সফর স্থগিত করতে চলেছে বোর্ড, এমনটাই খবর। সরকারের তরফেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর। খুব তাড়াতাড়িই হয়তো বোর্ডের তরফে সফর বাতিলের কথা জানিয়ে দেওয়া হবে।
আগামী ১৭ অগস্ট থেকে ওয়ান ডে সিরিজ শুরুর কথা ছিল। টি-টোয়েন্টি হত ২৬ অগস্ট থেকে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তেমনই ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে সাদা বলে সীমিত ম্যাচই রয়েছে। বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই বিদায় নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আইপিএলের মাঝপথে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন দুই কিংবদন্তি। ওয়ান ডে ক্রিকেটে তাঁরা খেলবেন এবং দু-জনকে একসঙ্গে দেখার সুযোগ মিলবে, এমনটাই প্রত্যাশা। বাংলাদেশ সফর বাতিল হলে অপেক্ষা বাড়বে। সেই সম্ভাবনাই বেশি।





