IPL 2022: গুজরাতে জেসন রয়ের পরিবর্তে সত্যিই কি এলেন সুরেশ রায়না?

রায়না ভক্তদের এখন একটাই আর্জি প্রিয় তারকাকে দলে নিয়ে জেসন রয়ের অভাব মেটাক গুজরাত। তাই টুইটারে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ #SureshRaina, #GujaratTitans।

IPL 2022: গুজরাতে জেসন রয়ের পরিবর্তে সত্যিই কি এলেন সুরেশ রায়না?
IPL 2022: গুজরাতে জেসন রয়ের পরিবর্তে সত্যিই কি এলেন সুরেশ রায়না?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 1:22 PM

নয়াদিল্লি: মিস্টার আইপিএল বলা হত যাঁকে, সেই তিনিই কিনা এ বারের আইপিএলের মেগা নিলামে (IPL 2022 Auction) কোনও দল পাননি। সুরেশ রায়না (Suresh Raina) নিজের বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু এ বারের নিলামে তাঁর জন্য কোনও দল দর হাঁকেনি বলে তিনি রয়ে গিয়েছেন অবিক্রিত। তবে এখনও আইপিএলে রায়নার খেলার আশার আলো দেখছেন তাঁর ভক্তরা। অন্যদিকে আইপিএল শুরুর আগে গুজরাত টাইটান্স (Gujarat Titans) শিবির ধাক্কা খেয়েছে। ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে (Jason Roy) এ বার ২ কোটি টাকায় কিনেছে হার্দিক পান্ডিয়ার দল। কিন্তু বাবল-ক্লান্তির কারণে এ বারের আইপিএল থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে তাঁর বদলির খোঁজে রয়েছে গুজরাত। এই অবস্থায় টুইটারে ট্রেন্ডিং সুরেশ রায়নাকে দলে নিয়েছে টাইটান্স। সত্যিই কি তাই?

রায়না ভক্তদের এখন একটাই আর্জি প্রিয় তারকাকে দলে নিয়ে জেসন রয়ের অভাব মেটাক গুজরাত। তাই টুইটারে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ #SureshRaina, #GujaratTitans। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন রায়না। কিন্তু এ বারের মেগা নিলামের আগে তাঁকে রিটেইন করেনি সিএসকে। এমনকি নিলামের তাঁর জন্য বিড করেনি মাহির দল।

এরই মধ্যে টুইটারে টাটা আইপিএল -ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অ্যাকাউন্ট থেকে রায়নার গুজরাতের জার্সিতে এক ছবি পোস্ট করে লেখা হয়েছে, আইপিএল ২০২২-এ গুজরাত টাইটান্সে জেসন রয়ের পরিবর্ত হিসেবে যোগ দিলেন সুরেশ রায়না। তবে @TataIPL_ এই অ্যাকাউন্টটি আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্ট হল @IPL। ফলে রয়ের পরিবর্তে গুজরাতে রায়নার যোগ দেওয়া খবরটি আদতে সম্পূর্ণ ভুয়ো খবর।

২০০৮ সাল থেকে আইপিএলে সব মিলিয়ে ২০৫ ম্যাচ খেলেছেন রায়না। করেছেন ৫৫২৯ রান। ১টা সেঞ্চুরি, ৩৯টা হাফসেঞ্চুরি। ২০৩টে ছয় মেরেছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। আইপিএলের প্রথম নিলামে রায়নাকে সিএসকে নেওয়ার পর বলেছিলেন, চেষ্টা করবেন যাতে টিমকে সেরা সাফল্য দিতে পারেন। কথা রেখেছিলেন রায়না। শুধু চেন্নাইয়ের হয়ে ১৭৬টা ম্যাচ খেলে ৪৬৮৭ রান করেছেন। চেন্নাই আইপিএল থেকে নির্বাসিত হওয়ার গুজরাত রায়ন্সের হয়ে ২৯ ম্যাচে ৮৪১ রান করেছিলেন। ছ’টা হাফসেঞ্চুরিও করেছিলেন। ২০০৮ থেকে ২০১৪ সাল ধরলে, প্রতি মরসুমে আইপিএলে ৪০০-র বেশি রান করেছেন তিনি।

আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: বিরাটের শততম টেস্ট নিয়ে কী বললেন সৌরভ-সচিন-রাহুল-বীরুরা?