
আমেদাবাদ: প্রবল গরমের কারণে বিকেলে আইপিএলের (IPL) যে ম্যাচগুলো থাকছে, তাতে গ্যালারি ভরছে না। পাশাপাশি দর্শকদের নানা সমস্যাও হচ্ছে। AccuWeather এর রিপোর্ট অনুযায়ী, আজ, শনিবার বিকেল ৪টের সময় আমেদাবাদের তাপমাত্রা অনেক বেশি থাকবে। এই পরিস্থিতিতে ম্যাচ দেখতে আসা দর্শকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য গুজরাট টাইটান্স নিয়েছে বিশেষ উদ্যোগ।
তপ্ত দুপুরে গ্যালারিতে হাজির দর্শকদের যাতে কষ্ট না হয়, তাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশেষ পাখা ও সানস্ক্রিনের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট-দিল্লির ম্যাচে দর্শকদের বিনামূল্যে ওআরএসও দেওয়া হচ্ছে। গুজরাট টাইটান্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘যে সমস্ত স্ট্যান্ডে কড়া রোদ ঢোকে, সেখানে বসা সমর্থকদের কথা ভেবে সেখানে বিশেষ স্ট্যান্ড ফ্যান থাকবে। তা ছাড়াও থাকছে সানস্ক্রিন। বিনামূল্যে দেওয়া হবে ওআরএস এবং পানীয় জলও। একইসঙ্গে ওষুধের ব্যবস্থাও থাকবে।’
Find free amenities across the stadium tomorrow, because the best fans deserve the best care! 💙🙌 pic.twitter.com/posbV9OODj
— Gujarat Titans (@gujarat_titans) April 18, 2025
ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে, বিকেল ৩টে নাগাদ টস হয়েছে। টস জিতে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। উল্লেখ্য, AccuWeather এর রিপোর্ট অনুযায়ী, বিকেল ৪টের সময় সবথেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভবনা উল্লেখ ছিল। আপেক্ষিক আর্দ্রতাও তখন প্রায় ১৪ শতাংশ থাকার কথা। এই অবস্থায় প্লেয়ারদের জন্য খেলা যেমন কঠিন, তেমনই কঠিন গ্যালারিতে বসে খেলা দেখাও। যে কারণে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।