Shubman Gill: আইপিএল কেরিয়ারে প্রথম, অবশেষে তিন অঙ্কে শুভমন
Shubman Gill Maiden IPL Century: আইপিএল কেরিয়ারে এই ম্যাচের আগে অবধি ১৯টি অর্ধশতরানের ইনিংস ছিল। এর মধ্যে দু-বার ৯০-এর ঘরে আউট হয়েছিলেন শুভমন গিল। এ মরসুমেও এক ম্যাচে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন।
আমেদাবাদ : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় থেকে স্বপ্নের সফর শুরু হয়েছিল। এখন জাতীয় দলে তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ সদস্য শুভমন গিল। ২০১৮ সাল থেকেই আইপিএল খেলছেন শুভমন গিল। আইপিএল কেরিয়ারে এই ম্যাচের আগে অবধি ১৯টি অর্ধশতরানের ইনিংস ছিল। এর মধ্যে দু-বার ৯০-এর ঘরে আউট হয়েছিলেন শুভমন গিল। এ মরসুমেও এক ম্যাচে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন। কেরিয়ারের ৮৮তম আইপিএল ম্যাচে অবশেষে তিন অঙ্কের স্কোরে পৌঁছলেন শুভমন গিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে সেঞ্চুরিতে পৌঁছন শুভমন। শেষ ওভারে গিয়ার শিফ্ট করতে গিয়ে ৫৮ বলে ১০১ রানে ফেরেন শুভমন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারের আইপিএলে অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন গিল। অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম পাঁচেই থেকেছেন। ক্রমশ উন্নতি করেছেন। ৬০০-র ওপর রান তাঁর নামের পাশে। কিন্তু ছয় বছরের আইপিএল কেরিয়ারে আপেক্ষা ছিল সেঞ্চুরির। অবশেষে সেই সেঞ্চুরির দেখা মিলল আমেদাবাদে গুজরাট টাইটান্সের ঘরের মাঠে। ক্যান্সার সচেতনতায় ভিন্ন জার্সি পরে নেমেছে টাইটান্স। শুভমনের যা ‘লাকি’ হয়ে দাঁড়াল। সেঞ্চুরি করেই ঝুঁকে সেই ট্রেডমার্ক সেলিব্রেশন শুভমন গিলের। তাঁর এই ইনিংসের ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন।
That HUNDRED feeling ?
Follow the match ▶️ https://t.co/GH3aM3hyup #TATAIPL | #GTvSRH | @ShubmanGill pic.twitter.com/C9UyUBvHd1
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
শুভমন একদিক থেকে ভরসা দিলেও ২০০-র গণ্ডি পেরনো হল না গুজরাট টাইটান্সের। ইনিংসের প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহার উইকেট হারিয়েছিল টাইটান্স। সাই সুদর্শনকে নিয়ে ১৪৭ রান যোগ করেন শুভমন গিল। সাই ৪৭ রানে ফেরেন। একদিকে শুভমন থাকলেও উল্টোদিক থেকে নিয়মিত উইকেট নিতে থাকে সানরাইজার্স। ৫৮ বলে ১০১ রানে ফেরেন শুভমন। শেষ ওভারে ৪ উইকেট হারায় গুজরাট। সাই, শুভমন ছাড়া কেউই দু-অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সানরাইজার্সের মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার পাঁচ উইকেট নেন।