GT vs CSK IPL 2022 Match Prediction: হার্দিকদের ছন্দ ভাঙতে পারবেন জাদেজারা?

Gujarat Titans vs Chennai Super Kings Preview: ক্রিকেট মহলের মতে, একটা টানটান ম্যাচ অপেক্ষা করছে রবিবাসরীয় সন্ধ্যায়। খেলা পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েসের স্টেডিয়ামে।

GT vs CSK IPL 2022 Match Prediction: হার্দিকদের ছন্দ ভাঙতে পারবেন জাদেজারা?
দুই নতুন অধিনায়কের লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 9:00 AM

মুম্বই: লিগের সফলতম একটা দল বনাম, লিগের নবাগত একটা দল। ভারতীয় দলের দুই অলরাউন্ডারের অধিনায়কত্বের লড়াই। রবিবাসরীয় আইপিএলের (IPL 2022) লড়াইয়ে এ ভাবেই বলা যায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচকে। আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এ বার ছন্নছাড়া ভাবে শুরু করেছিল। কিন্তু শেষ ম্যাচটায় কামব্যাক করে জাদেজার (Ravindra Jadeja) দল বুঝিয়ে দিয়েছে আবার লড়াইয়ে ফিরতে তৈরি তারা। অন্য দিকে, হার্দিকের (Hardik Pandya) ব্যাটে বলে ভর করে গুজরাত লিগের প্রথমস্থানে থাকা দলগুলোর একটা। চেন্নাইয়ের অস্ত্র নবীন-প্রবীন কম্বিনেশন। গুজরাতের ভরসা অলরাউন্ড পারফরম্যান্স। ক্রিকেট মহলের মতে, একটা টানটান ম্যাচ অপেক্ষা করছে রবিবাসরীয় সন্ধ্যায়। খেলা পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েসের স্টেডিয়ামে। দুই দলের শেষ ম্যাচের পারফরম্যান্সের দিকে একটু নজর রাখা যাক।

শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলেছিল ফাফ ডু-প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচে তরুণ শিবম দুবে ও অভিজ্ঞ রবিন উথাপ্পা যে ব্যাটিং করেছেন সেটা এ বারের আইপিএল তো বটেই গোটা টুর্নামেন্টের বিচারেই অন্যতম সেরা। একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন দুই ক্রিকেটার। এই দিক থেকে চেন্নাই ব্যাটিংকে ছন্দে দেখালেও সমস্যা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে। গতবার অরেঞ্জ ক্যাপ পাওয়া ব্যাটার এ বার রানের মধ্যেই নেই। অলরাউন্ডার মইন আলিও চাপে রেখেছেন টিম ম্যানেজমেন্টকে। সমস্যা আরও একটা জায়গায়, বোলিং। ব্র্যাভোকে সঙ্গ দেওয়ার মতো তারুণ্য বা অভিজ্ঞতা দুটোরই অভাব। দীপক চাহারকে নিয়ে আর কোনও অঙ্ক নেই চেন্নাই শিবিরে। আগামীর পথে তাঁদের সব থেকে সমস্যা বোলিং।

এ বার আসা যাক গুজরাত টাইটান্স শিবিরে। পাঁচটা ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে হারতে হয়েছে তাদের। সব থেকে বড় কথা, অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাটে বলে বা ফিল্ডিংয়ে দলের সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য পারফর্ম করছেন হার্দিক। ডেভিড মিলার ফর্মে ফিরেছেন। প্রথম ম্যাচ খেলতে নেমে যশ দয়াল রাজস্থানের বিরুদ্ধে তিনটি উইকেট তুলে চমক দিয়েছেন। লকি ফার্গুসন ছন্দে ফিরেছেন। গুজরাতের দিকে তাকালে এখন সবটাই ভালো। জাদেজার চেন্নাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে হার্দিকের সাজানো বাগানে? উত্তর রবিবাসরীয় রাতে।

আরও পড়ুন : কলকাতার আর্সেনাল‌ সমর্থকদের উদ্যোগে ফুটবল ফেস্ট