
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং হরভজন সিংয়ের (Harbhajan Singh) সম্পর্ক যে খুব একটা ভালো নয়, তা অনেকেই জানেন। গত বছরের ডিসেম্বরে দেশের প্রাক্তন স্পিনার এও জানিয়েছিলেন যে, ১০ বছর ধরে তাঁর সঙ্গে কথা নেই ধোনির। এমনকি হরভজনের ফোনও রিসিভ করেন না ধোনি। আপাতত সেই আলোচনা সরিয়ে রাখা যাক। কারণ, এ বার আইপিএল শুরু হওয়ার আগে মাহির প্রশংসায় পঞ্চমুখ হলেন ভাজ্জি। ৪৩ বছর বয়সেও ধোনি যে ভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন, তা দেখে ভাজ্জি কার্যত বাকরুদ্ধ। যে কারণে ধোনিকে সামনে পেয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করা থেকে নিজেকে আটকে রাখতে পারেননি।
দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সম্প্রতি জানিয়েছেন, এক বন্ধুর মেয়ের বিয়েতে ধোনির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। সেখানে ভাজ্জি তাঁকে ফিটনেস নিয়ে প্রশ্ন করেছিলেন। হরভজন বলেন, “এই বয়সে কীভাবে ফিটনেস ধরে রেখেছে ধোনি, সেটা ওর থেকে জানতে চেয়েছিলাম। ও বলেছিল, ‘ফিটনেস ধরে রাখাটা সত্যিই কঠিন। কিন্তু এই একটা কাজই আমি করতে ভালোবাসি। সেখানে ভালো লাগা খুঁজে পাই। তাই সেটা ধরে রাখার চেষ্টা করি এবং খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করি।’ এই খিদেটা যতদিন থাকবে, ততদিন ও এ ভাবে খেলতে পারবে। সারা বছর ধরে আর ক্রিকেট না খেলে শুধু আইপিএলে খেলা মোটেও সহজ নয়। ও কী ভাবে এটা পারে, সেটা করে দেখিয়েছে। বাকিদের থেকে এখনও ও অনেক সময় এগিয়ে থাকে। ও শুধু খেলা চালিয়ে যাওয়ার জন্য খেলছে, তেমনটা নয়। ও বোলারদের শাসন করে।”
সারা বছরের মধ্যে একমাত্র আইপিএলে খেলেন বলে, তা সহজ নয় ধোনির জন্য। যে কারণে অনুশীলনে বাড়তি সময় ব্যয় করেন ধোনি। সে কথাও উল্লেখ করেছেন হরভজন। এই প্রসঙ্গে তিনি বলেন, “চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পর গত এক-দু মাস ধরে ধোনি ২-৩ ঘণ্টা ধরে অনুশীলন করেছে। ও যত বল খেলবে, তত ফ্লো আসবে ওর ব্যাটে। তত ছয় আসবে ওর ব্যাটে। এই বয়সেও টিমের অনুশীলনে সবচেয়ে আগে আসে ও। আর মাঠ ছেড়ে যায় সবচেয়ে শেষে। এটাই অন্যদের থেকে পার্থক্য ধোনির।”