Hardik Pandya: গত ১২ মাস রোলারকোস্টার! এ বারের IPL-এ হার্দিক পান্ডিয়া ৩.০-র ম্যাজিকের অপেক্ষা…

MI, IPL 2025: শেষ ১২টা মাস হার্দিকের রোলারকোস্টারের মতো কেটেছে। তবে হার্দিক বরাবর নিজেকে নতুন ভাবে মেলে ধরতে তৈরি থাকেন। ১৮তম আইপিএল শুরু হওয়ার আগে সেই একই কথা শোনা গিয়েছে তাঁর মুখে।

Hardik Pandya: গত ১২ মাস রোলারকোস্টার! এ বারের IPL-এ হার্দিক পান্ডিয়া ৩.০-র ম্যাজিকের অপেক্ষা...
গত ১২ মাস রোলারকোস্টার! এ বারের IPL-এ হার্দিক পান্ডিয়া ৩.০-র ম্যাজিকের অপেক্ষা...Image Credit source: PTI

Mar 19, 2025 | 2:43 PM

কলকাতা: আবেগ, দৃঢ়সংকল্প ও চ্যালেঞ্জ — এই তিন জিনিস বরাবর জীবনে ভালোবেসে গিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলাফল যাই হোক না কেন, পরিশ্রম করা থামাননি দেশের তারকা অলরাউন্ডার। ২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্ব পাওয়ার পর তাঁর জীবন একপ্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল। শেষ ১২টা মাস হার্দিকের রোলারকোস্টারের মতো কেটেছে। তবে হার্দিক বরাবর নিজেকে নতুন ভাবে মেলে ধরতে তৈরি থাকেন। ১৮তম আইপিএল শুরু হওয়ার আগে সেই একই কথা শোনা গিয়েছে তাঁর মুখে।

এ বারের আইপিএলে ২৩ মার্চ যাত্রা শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে প্রি-সিজন প্রেস কনফারেন্সে হার্দিককে ‘হার্দিক পান্ডিয়া ৩.০’ অবতারে দেখা যাবে কিনা, সেই প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমার জীবনে অনেক উত্থান-পতন হয়েছে। যা আমাকে শুধু খেলতেই শেখায়নি, জীবনটা কেমন সেটাও শিখেয়েছে। আমি শিখতে পছন্দ করি। এই বছরটা নতুন। ৩৬৫টা নতুন দিন। অনেক কিছু রয়েছে। অনেক কিছু বদলে গিয়েছে। প্রতি বছরই ০ থাকে। আর হার্দিক ৩.০ ধরে যদি ডাকতেই চান, তা হলে বলব আমি ভালোবাসি আবেগ, দৃঢ়সংকল্প ও চ্যালেঞ্জ। আমার জন্য গুরুত্বপূর্ণ হল, যদি দলের ছেলেদের উপর চ্যালেঞ্জ আসে, তা হলে আমি তাদের কীভাবে সাহায্য করতে পারি।

প্রতিদিন কিছু না কিছু শিখছি। এ কথাও শোনা গিয়েছে হার্দিকের গলায়। তিনি বলেন, “রোজ কিছু না কিছু শিখছি। শিক্ষাই আসলে আমার জীবনের অন্যতম অস্ত্র। শুধু ক্রিকেটেই নয়, জীবনে প্রতিনিয়ত উন্নতির প্রয়োজন। আমি আজকাল অনেক কিছু ভালো ভাবে সামলে নিতে পারি। তবে আরও অনেক শিক্ষা আমার জন্য় বাকি রয়েছে।”