Hardik Pandya: বিরাটের রেকর্ড ভেঙে চুরমার, ভারতের জার্সিতে ইতিহাস হার্দিক পান্ডিয়ার
IND vs BAN, 1st T20I: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হার্দিক ছয় মেরে ম্যাচ শেষ করেছেন। ১৬ বলে তাঁর ৩৯ রানের অপরাজিত ইনিংস নিয়ে আলোচনা চলছে। এই ইনিংস গড়ার পথে হার্দিকের ব্যাটে ৫টি চার ও ২টি ছয় এসেছিল। ২৪৩.৭৫ স্ট্রাইকরেটে বিধ্বংসী মেজাজে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলছিলেন হার্দিক।
কলকাতা: হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটে ম্যাজিক দেখা গিয়েছে গোয়ালিয়রে। ৪৯ বল বাকি থাকতেই ভারতের অনবদ্য জয়। ১২তম ওভারে তৃতীয় ও চতুর্থ বলে জোড়া বাউন্ডারির পর পঞ্চম ডেলিভারিতে ছক্কা হাঁকান হার্দিক। আর ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু। ভারতের টার্গেট ছিল ১২৮ রানের। ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে টিম ইন্ডিয়া। যার ফলে ৭ উইকেটে স্কাইয়ের দলের বড় জয়। আর এই ম্যাচ জেতানো শটের ফলে এক বিরাট রেকর্ডও গড়েছেন হার্দিক। বরোদার অলরাউন্ডার ভেঙেছেন বিরাট কোহলির (Virat Kohli) এক রেকর্ডও।
আসলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হার্দিক ছয় মেরে ম্যাচ শেষ করেছেন। ১৬ বলে তাঁর ৩৯ রানের অপরাজিত ইনিংস নিয়ে আলোচনা চলছে। এই ইনিংস গড়ার পথে হার্দিকের ব্যাটে ৫টি চার ও ২টি ছয় এসেছিল। ২৪৩.৭৫ স্ট্রাইকরেটে বিধ্বংসী মেজাজে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলছিলেন হার্দিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উইকেটকিপারের মাথার উপর দিয়ে তাঁর এক নো লুক ব়্যাম্প শট। এই নিয়ে পঞ্চম বার ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ছয় মেরে দলকে জেতালেন হার্দিক। সেইসঙ্গে বিরাট কোহলির রেকর্ড ভেঙে ফেলেছেন। এতদিন বিরাট ৪ বার ভারতকে ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন। এ বার তাঁকে ছাপিয়ে ইতিহাসের পাতায় হার্দিক।
𝘿𝙊 𝙉𝙊𝙏 𝙈𝙄𝙎𝙎!
The shot. The reaction. The result ➡️ EPIC 😎
WATCH 🎥🔽 #TeamIndia | #INDvBAN | @hardikpandya7 | @IDFCFIRSTBank https://t.co/mvJvIuqm2B
— BCCI (@BCCI) October 6, 2024
শান্তদের বিরুদ্ধে হার্দিকের ব্যাটিং নিয়ে আলোচনার পাশাপাশি বোলিং নিয়েও চর্চা হচ্ছে। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে শরিফুল ইসলামকে আউট করেন। সেই সুবাদে তিনি ছাপিয়ে গিয়েছেন অর্শদীপ সিংকে। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০-তে অর্শদীপের ঝুলিতে রয়েছে ৮৬টি উইকেট। আর এখন হার্দিকের নামে হল ৮৭টি উইকেট।