AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: নাতাশা চুপ! জন্মদিনে হার্দিক পান্ডিয়াকে আদরমাখা শুভেছা আরেক প্রিয়জনের

Hardik Pandya Birthday: বর্তমানে হার্দিক পান্ডিয়া ব্যস্ত বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে। এ বারের জন্মদিনটা তাই তাঁর ভারতীয় টিমের সতীর্থদের সঙ্গেই কাটছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে হার্দিকের এক বার্থডে উইশকে নিয়ে।

Hardik Pandya: নাতাশা চুপ! জন্মদিনে হার্দিক পান্ডিয়াকে আদরমাখা শুভেছা আরেক প্রিয়জনের
নাতাশা চুপ! জন্মদিনে হার্দিক পান্ডিয়াকে আদরমাখা শুভেছা আরেক প্রিয়জনেরImage Credit: X
| Updated on: Oct 11, 2024 | 5:15 PM
Share

কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বছরের বেশিরভাগ সময়ই থাকেন লাইমলাইটে। আজ, ১১ অক্টোবর তাঁর জন্মদিন (Birthday)। ভারতীয় অলরাউন্ডারের জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরই মাঝে চুপ নাতাশা স্তানকোভিচ। ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর হার্দিক ও নাতাশা বিচ্ছেদের খবর ঘোষণা করেন। এবং জানিয়ে দেন, তাঁদের একমাত্র ছেলে অগস্ত্য বাবা ও মা দু’জনেরই ভালোবাসা পাবে। তাঁরা দু’জন আলাদা হয়ে গেলেও অগস্ত্যকে বড় করার দায়িত্ব তাঁদেরই রইল। এই পরিস্থিতিতে হার্দিকের ৩১তম জন্মদিনে অগস্ত্য ভারতেই রয়েছে। আর হার্দিককে শুভেচ্ছা জানিয়ে কোনও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি নাতাশা। কিন্তু হার্দিকের আর এক প্রিয়জন এক আদরমাখা পোস্ট তাঁর জন্মদিনে শেয়ার করেছেন।

বর্তমানে হার্দিক পান্ডিয়া ব্যস্ত বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে। এ বারের জন্মদিনটা তাই তাঁর ভারতীয় টিমের সতীর্থদের সঙ্গেই কাটছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে হার্দিকের এক বার্থডে উইশকে নিয়ে। হার্দিকের দাদা ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পঙ্খুরি শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। বৌদি-দেওরের থেকে তাঁদের ভাই-বোনের সম্পর্কই বেশি ফুটে ওঠে। সেই পঙ্খুরি ইন্সটাগ্রামে আদরমাখা পোস্ট করেছেন হার্দিকের জন্য।

পঙ্খুরি ইন্সটায় হার্দিকের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে বাবস। তোমাকে অনেক ভালোবাসা ও আলিঙ্গন পাঠালাম। নিজের মধ্যে যে আগুনটা রয়েছে, সেটা সব সময় জ্বলতে দিও। তুমি জানো আমরা তোমাকে ভালোবাসি এবং সব সময় তোমার সঙ্গে আছি।’ হার্দিক তাঁর বৌদি পঙ্খুরির ওই ইন্সটা পোস্টে কমেন্ট করেছেন, ‘তোমাকে ভালোবাসি বাবস।’ ক্রুণালের স্ত্রীর ওই ইন্সটাগ্রাম পোস্টটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে।