AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haryana vs Rajasthan: রোহিত শর্মা-যুবরাজ সিং ফ্লপ, IPL নিলামের আগে ম্যাচ জেতানো বোলিং হর্ষল প্যাটেলের

Vijay Hazare Trophy Finals: কোয়ার্টার ফাইনালে বাংলাকে হারিয়েছিল হরিয়ানা। অনবদ্য বোলিং করেছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপরই দক্ষিণ আফ্রিকা রওনা হন চাহাল। তাঁকে ছাড়া বাকি দুটি কঠিন ম্যাচও জিতল হরিয়ানা। চ্যাম্পিয়নও হল। রাজকোটে দিন-রাতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরিয়ানা অধিনায়ক অশোক মানেরিয়া। অধিনায়কের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করতে ব্যর্থ যুবরাজ সিং। ৭ বলে মাত্র ১ রানেই ফেরেন হরিয়ানার ওপেনার।

Haryana vs Rajasthan: রোহিত শর্মা-যুবরাজ সিং ফ্লপ, IPL নিলামের আগে ম্যাচ জেতানো বোলিং হর্ষল প্যাটেলের
Image Credit: BCCI Domestic
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 11:32 PM
Share

রাজকোট: ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে অনবদ্য বোলিং হর্ষল প্যাটেলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলতেন হর্ষল প্যাটেল। যদিও এ বার তাঁকে রিটেন করেনি বিরাট কোহলির আরসিবি। বল হাতে যেন তারই জবাব দিলেন। তাও আবার ফাইনালের মঞ্চে। রোহিত শর্মা, যুবরাজ সিংয়ের ব্যর্থতার দিনে উজ্জ্বল হর্ষল। স্লগ ওভারে তাঁর অনবদ্য বোলিংয়ের সৌজন্যেই রাজস্থানকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হরিয়ানা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কোয়ার্টার ফাইনালে বাংলাকে হারিয়েছিল হরিয়ানা। অনবদ্য বোলিং করেছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপরই দক্ষিণ আফ্রিকা রওনা হন চাহাল। তাঁকে ছাড়া বাকি দুটি কঠিন ম্যাচও জিতল হরিয়ানা। চ্যাম্পিয়নও হল। রাজকোটে দিন-রাতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরিয়ানা অধিনায়ক অশোক মানেরিয়া। অধিনায়কের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করতে ব্যর্থ যুবরাজ সিং। ৭ বলে মাত্র ১ রানেই ফেরেন হরিয়ানার ওপেনার। ভরসা দিতে পারেননি তিনে নামা হিমাংশু রানাও। অঙ্কিত কুমার এবং অধিনায়ক অশোক মানেরিয়ার অনবদ্য ইনিংস। শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে হরিয়ানা।

ফাইনালের মঞ্চে ২৮৮ রানের টার্গেট কম নয়। যদিও রাজস্থান অনবদ্য ব্যাটিং করে। অভিজিৎ তোমর একদিক আগলে রাখলেও সুমিত কুমারের বিধ্বংসী স্পেলে উল্টোদিক থেকে পরপর তিন উইকেট হারায় রাজস্থান। দলীয় ১২ রানে দীপক হুডা ফিরতেই পরিস্থিতি শোচনীয় হয় রাজস্থানের। সেখান থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় তারা। শেষ ২০ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ১৪০ রান। ওয়ান ডে ফর্ম্যাট হলেও ৬ উইকেট হাতে থাকায় এই টার্গেট কঠিন ছিল না। হরিয়ানাকে ব্রেক থ্রু দেন হর্ষল প্যাটেল।

রাজস্থানের শতরানকারী অভিজিৎ তোমরকে ফেরান অভিজ্ঞ বোলার হর্ষল প্যাটেল। এখান থেকেই ক্রমশ ম্যাচ হারাতে শুরু করে রাজস্থান। স্লগ ওভারে অনবদ্য বোলিং জাতীয় দলের পেসারের। শেষ অবধি ৪৮ ওভারে ২৫৭ রানেই শেষ রাজস্থানের ইনিংস। তিন উইকেট নেন হর্ষল প্যাটেল।