
কলকাতা: গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আগের মরসুমটা অসাধারণ কেটেছিল নাইটদের। ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং— সব ক্ষেত্রেই দারুণ পারফর্ম করেছিল নাইটরা। তবে এ বারের নাইট শিবিরে ঘটেছে একাধিক বদল। গত বারের নাইট শিবিরে ভারতীয় দুই পেস বোলার অনবদ্য খেলেছিলেন পুরো আইপিএল জুড়ে। তবে এই মরসুমে নাইট পেসাররা নিজেদের গত বছরের ফর্ম ধরে রাখতে পারেননি।
দলে দুই বিদেশি পেসার স্পেন্সর জনসন ও অনরিখ নর্টজের মতো বোলার থাকা সত্ত্বেও হর্ষিত ও বৈভব জুটি নেতৃত্ব দিচ্ছেন এ বার। এ বার হর্ষিত রানাকে নিয়ে বড় মন্তব্য করলেন ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ভারতের প্রাক্তন ওপেনার মনে করেন, হর্ষিত রানার দলের জন্য আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। দিল্লি ম্যাচের পরে মঙ্গলবার এমনই কথা বলেছেন তিনি। গত মরসুমে নাটরাইডার্সের জার্সি গায়ে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। তবে এ বছর এখনও অবধি খুব একটা ভালো করতে পারেননি হর্ষিত।
মঙ্গলবার দিল্লির বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৪৯ রান দিয়েছেন। একটিও উইকেট পাননি ম্যাচে। এখনও অবধি এই মরসুমে ১০ম্যাচে খেলে ১১টি উইকেট পেয়েছেন হর্ষিত। তবে আকাশ চোপড়া মনে করেন, হর্ষিতের আরও এগিয়ে এসে দায়িত্ব নেওয়া উচিত। দলে যেখানে বিদেশি পেসারদের খেলাচ্ছে না তখন ভারতীয় পেসারদের তখন আরও বেশি দায়িত্ব নেওয়া দরকার। ম্যাচ শেষে আকাশ চোপড়া বলেছেন, “বোলিং বিভাগে, হর্ষিত রানাকে আরও এগিয়ে আসতে হবে। কেকেআর কিন্তু ওর উপরে অনেক টাকা বিনিয়োগ করেছে। যদি ওরা কোনও বিদেশি ফাস্ট বোলারকে খেলাতে না চায়, তবে তাদের ভারতীয় পেসারদের আরও বেশি করে দলের পারফরম্যান্সে অবদান রাখতে হবে। ভুলে গেলে চলবে না হর্ষিত একজন আইসিসি ট্রফি জয়ী খেলোয়াড়। ক্রিকেট দুনিয়ায় এখন ও আর নতুন নয়।”
কেকেআরের শেষ ম্যাচের পারফরম্যান্স সম্পর্কে আকাশ বলেন, “বরুণ চক্রবর্তী নিজের সেরা ফর্মে ছিলেন না। কিন্তু কেকেআর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছিল অনুকূল রায়কে খেলিয়ে। চার ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। সুনীল নারিন অসাধারণ খেলেছেন। একা বল হাতে কেকেআরকে ম্যাচ জিতিয়েছেন। তাঁদের দলের ব্যটিংয়ে যা গভীরতা তাতে ২০৪ রানটা ঠিক আছে তবে ২৪০ রানও উঠতে পারত।”