Harshit Rana: রিজওয়ানকে চোখরাঙানি রানার, ভারত-পাক ম্যাচের ‘ফ্লেভার’ জিইয়ে রাখলেন

IND vs PAK, ICC Champions Trophy 2025: দুবাইতে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টস জিতেছিলেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। চারে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এরপর ম্যাচের মাঝে হর্ষিত রানার সঙ্গে এক ঝামেলায় জড়ান তিনি।

Harshit Rana: রিজওয়ানকে চোখরাঙানি রানার, ভারত-পাক ম্যাচের ফ্লেভার জিইয়ে রাখলেন
Harshit Rana: রিজওয়ানকে চোখরাঙানি রানার, ভারত-পাক ম্যাচের 'ফ্লেভার' জিইয়ে রাখলেনImage Credit source: X

Feb 23, 2025 | 6:41 PM

দুবাই: মরুশহরে মেন ইন ব্লু আর গ্রিন আর্মির লড়াই জমে উঠেছে। অতীতে ভারত ও পাকিস্তান যখনই ২২ গজে মুখোমুখি হয়েছে, তখনই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটেছে নানান ছোট ছোট ঘটনা। যা নিয়ে পরবর্তীতে হয়েছে আলোচনা। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ম্যাচে টস জেতেন পাক নেতা মহম্মদ রিজওয়ান। এরপর তিনি চারে নামেন ব্যাটিংয়ে। ভারতীয় তারকা হর্ষিত রানার (Harshit Rana) সঙ্গে তিনি জড়িয়ে পড়েন এক নিঃশব্দ লড়াইয়েও। রিজওয়ানকে চোখ রাঙাতেও দেখা যায় রানাকে। ঠিক কী ঘটেছিল? রইল বিস্তারিত।

নবম ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন হার্দিক পান্ডিয়া। ওপেনার বাবর আজমকে (২৩) ফেরান। ১০তম ওভারে রান আউট হন ইমাম উল হক (১০)। এরপর সাউদ শাকিলের সঙ্গে জুটি বাঁধেন পাক অধিনায়ক রিজওয়ান। একসঙ্গে ব্যাটিং করার সময় ঘটে সেই ঘটনা। ২১তম ওভারে রান নেওয়ার সময় যখন নন স্ট্রাইকার এন্ডে যাচ্ছিলেন রিজওয়ান, তখন হর্ষিতের বাঁ দিকের কাঁধে ধাক্কা লাগে পাক অধিনায়কের। এরপরই প্রায় চোখ রাঙাতে দেখা যায় তরুণ পেসার হর্ষিতকে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিদ্যুৎগতিতে হর্ষিত রানা-মহম্মদ রিজওয়ানের শোল্ডার বাম্পের ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই ভারতের তরুণ পেসারের আক্রমণাত্মক মেজাজ নিয়ে বলাবলি করছেন। ভারত-পাক ম্যাচ মানেই এই ধরণের উত্তাপ মাঝে মাঝেই দেখা যায়। এ বারও তার অন্যথা হল না। দিল্লির ছেলে হর্ষিতের এই মেজাজের ঝলক দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, ৭৭ বলে ৪৬ রান করে আউট হয়েছেন পাক অধিনায়ক রিজওয়ান। ৭.৪ ওভার বল করেছেন হর্ষিত। নিয়েছেন ১টি উইকেট।