Virat Kohli: ধোনিদের বিরুদ্ধে নামার আগে নতুন শট বিরাট কোহলির! খোলসা করলেন DK

Mar 27, 2025 | 10:33 PM

IPL 2025, Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: আরসিবির বিরুদ্ধেও তাঁর ব্যাটিং দেখার সুযোগ মিলবে কি না, বলা কঠিন। তবে বিরাট কোহলি ওপেন করবেন নিশ্চিত। আর চেন্নাই দুর্গে নামার আগে নতুন শট বিরাট কোহলির! এমন ইঙ্গিতই দিলেন আরসিবির ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।

Virat Kohli: ধোনিদের বিরুদ্ধে নামার আগে নতুন শট বিরাট কোহলির! খোলসা করলেন DK
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাল রোমাঞ্চকর ম্যাচ। চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আকর্ষণের কেন্দ্রে অবশ্যই দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। গত মরসুমের মতোই লোয়ার অর্ডারে ব্যাট করছেন ধোনি। এ মরসুমে চেন্নাইয়ের প্রথম ম্যাচে ব্যাট হাতে নামলেও মাত্র দুটি ডেলিভারি সামলেছিলেন ধোনি। রান আসেনি তাতে। আরসিবির বিরুদ্ধেও তাঁর ব্যাটিং দেখার সুযোগ মিলবে কি না, বলা কঠিন। তবে বিরাট কোহলি ওপেন করবেন নিশ্চিত। আর চেন্নাই দুর্গে নামার আগে নতুন শট বিরাট কোহলির! এমন ইঙ্গিতই দিলেন আরসিবির ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।

স্পিনের বিরুদ্ধে বিরাটের দুর্বলতা রয়েছে, এতদিন এমনটাই বলা হচ্ছিল। এমনকি এ মরসুমের উদ্বোধনী ম্যাচের আগেও এমনটা বলা হচ্ছিল। কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়েই শুরু হয়েছিল আইপিএলের ১৮তম সংস্করণ। কেকেআরের স্পিনারদের সামলাতে হিমসিম খাবেন বিরাট কোহলি, এই ভাবনাও ছিল। কার্যক্ষেত্রে দেখা যায় উল্টোটা। দুর্দান্ত একটা ইনিংস উপহার দিয়েছিলেন কিং কোহলি। কাল কিন্তু স্পিন সহায়ক পিচে ম্যাচ। আর চেন্নাই টিমে অশ্বিন-জাডেজা-নুর আহমেদের মতো স্পিনাররা রয়েছেন। তার আগে সতর্ক বিরাট কোহলি!

ম্যাচের আগের দিন দীনেশ কার্তিক বলেন, ‘বিরাট কিন্তু স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত খেলছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। আমি কোনও পরিসংখ্যান দিয়ে বোঝাতে চাই না। এটুকু বলতে পারি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিস্থিতি, বিরাট দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল। এ ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেলেছে এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান ওরই। আর এটা স্পিনের বিরুদ্ধে ভালো খেলা ছাড়া সম্ভব হত বলে মনে হয় না।’

চিপকের স্পিন সহায়ক পিচ এবং বিরাটের প্রস্তুতি নিয়ে কার্তিক খোলসা করেন, ‘ও সবসময়ই উন্নতির চেষ্টা করে। আজও প্র্যাক্টিসে বলেছে, নতুন শট ট্রাই করতে চায়। কেরিয়ারের এই সময়ে এসেও কেউ নতুন কিছু শিখতে চাইছে, এর থেকেই ওর খিদেটা বোঝা যায়। বিরাট স্পেশাল প্লেয়ার, ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছে এটুকু ধরা পড়ছে।’

Next Article