The Ashes : অ্যাসেজে কোন টিমের পাল্লা ভারী? সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারী কে? রইল বিস্তারিত
অ্যাসেজের ইতিহাসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দল মুখোমুখি হয়েছে ৭৩টি সিরিজে। এর মধ্যে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। সামান্য পিছিয়ে ইংল্যান্ড।
কলকাতা : ২০২৩ অ্যাসেজ সিরিজ (Ashes Series 2023) সফলভাবে সমাপ্ত হয়েছে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়া সত্ত্বেও আয়োজক দেশ ইংল্যান্ড দারুণ প্রত্যাবর্তন করে সিরিজে হার এড়াতে পেরেছে। ইংল্যান্ডের মাটিতে খেলা ২০২৩ অ্যাসেজ শেষ হয়েছে ২-২ ড্রয়ে। ওভালের শেষ টেস্টের শেষদিনে ইংল্যান্ডের নাটকীয় জয়ে সিরিজের পরিসমাপ্তি ঘটেছে। এ বারের মতো অ্যাসেজ শেষ। আসুন দেখে নিই ছাইদানির যুদ্ধে কোন দলের পাল্লা ভারী। সর্বাধিক রানের অধিকারী কে? সবচেয়ে বেশি উইকেটই বা কার ঝুলিতে? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অ্যাসেজে কোন টিম সবচেয়ে বেশি জয় পেয়েছে?
২০২৩ অ্যাসেজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল ৭৩তম সিরিজে। এর মধ্যে জয়ের নিরিখে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। সামান্য পিছিয়ে ইংল্যান্ড। ইংলিশ দলের বিরুদ্ধে ৩৪টি সিরিজ জিতেছে ক্যাঙারুরা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২ বার খেতাব দখল করতে পেরেছে ইংলিশ টিম। এ ছাড়া ড্র হয়েছে সাতটি ম্যাচ।
সর্বাধিক রান কার দখলে?
অ্যাসেজের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের নামে। ব্র্যাডম্যান ১৯২৮ থেকে ১৯৪৮ সালের মধ্যে এই মর্যাদাপূর্ণ সিরিজে মোট ৩৭টি ম্যাচ খেলেছিলেন। তাঁর ব্যাট থেকে ৬৩টি ইনিংসে ৮৯.৭৮ গড়ে ৫০২৮ রান এসেছে। অ্যাসেজে ব্র্যাডম্যানের রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি।
সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন?
সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের। ওয়ার্ন ১৯৯৩ থেকে ২০০৭ সালের মধ্যে ৩৬টি ম্যাচ খেলেছেন। তিনি ২৩.২৫ গড়ে ৭২টি ইনিংসে ১৯৫টি উইকেট পেয়েছেন। ১৫ বার চার উইকেট এবং ১১ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ওয়ার্নের।
অ্যাসেজে সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছে কে?
অ্যাসেজে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড বর্তমান ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের। ২০১৩ সাল থেকে এখানে ২৪টি ম্যাচে ৪৫ ইনিংসে ৩৯টি ছয় হাঁকিয়েছেন স্টোকস।
অ্যাসেজে সবচেয়ে বেশি বাউন্ডারি কার ঝুলিতে?
অ্যাসেজের ইতিহাসে সবচেয়ে বেশি চার হাঁকানোর রেকর্ড রয়েছে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। ৩৭টি ম্যাচ খেলে ৬৩ ইনিংসে সর্বাধিক ৪৪৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন ব্র্যাডম্যান।