AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023: কাড়ি কাড়ি টাকায় দল পেয়েছিলেন, তাঁদের মাঠে নয় দেখা যাচ্ছে ডাগআউটে

IPL: ১৬ তম আইপিএলের আর বাকি ২৭দিন। দেখতে দেখতে এ বারের আইপিএলের ৪৩টি ম্যাচ হয়ে গিয়েছে। তারপরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামের সময় প্রচুর অর্থ ব্যয় করে এই ক্রিকেটারদের কিনলেও এখন ডাগআউটে বসিয়ে রেখেছেন। জেনে নিন এই তালিকায় কারা রয়েছেন।

IPL 2023: কাড়ি কাড়ি টাকায় দল পেয়েছিলেন, তাঁদের মাঠে নয় দেখা যাচ্ছে ডাগআউটে
IPL 2023: কাড়ি কাড়ি টাকায় দল পেয়েছিলেন, তাঁদের মাঠে নয় দেখা যাচ্ছে ডাগআউটে Image Credit: IPL Website
| Edited By: | Updated on: May 02, 2023 | 8:30 AM
Share

কলকাতা : জমজমাটি ১৬তম আইপিএল (IPL 2023) এগিয়ে চলেছে। এখনও অবধি এ বারের আইপিএলের ৪৩টি ম্যাচ হয়েছে। একাধিক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট প্রেমীরা। লিগ টেবলে ক্রমাগত ১০ দলের লড়াই লেগে রয়েছে। শুধু তাই নয়, অরেঞ্জ ক্যাপ (আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান) ও পার্পল ক্যাপের (আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার পান) তালিকাতেও প্রতিদিন কোনও না কোনও ক্রিকেটার এগিয়ে যাচ্ছেন, আবার কেউ পিছিয়ে পড়ছেন। ১০ ফ্র্যাঞ্চাইজিতে এমন কয়েকজন ক্রিকেটাররা রয়েছেন, যাঁদের আইপিএলের নিলামে প্রচুর টাকা দিয়ে কিনেছিল দলগুলি। কিন্তু কাড়ি কাড়ি টাকা দিয়ে এই ক্রিকেটারদের কিনে ডাগআউটে বসিয়ে রেখেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় কারা রয়েছেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের আইপিএলে একটি ম্যাচেও খেলার সৌভাগ্য হয়নি যে ক্রিকেটারদের তাঁরা হলেন —

১) কুইন্টন ডি’কক : নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ চলছিল বলে লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দিতে কিছুটা দেরি হয়েছিল প্রোটিয়া তারকা ক্রিকেটার কুইন্টন ডি’ককের। ৬.৭৫ কোটির এই ক্রিকেটারকে এখনও চলতি আইপিএলে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি। আসলে লখনউয়ের হয়ে ওপেন করতে নেমে কাইল মায়ার্স প্রত্যেক ম্যাচেই ভালো পারফর্ম করছেন। যার ফলে তাঁকে একাদশ থেকে বাদ দিতে পারছে না লখনউ। অন্যদিকে ব্যাটিং তো বটেই উইকেটকিপিংয়ের দায়িত্বটাও সামলে দিচ্ছেন নিকোলাস পুরান। যার ফলে লখনউয়ের একাদশে জায়গা করে নিতে পারছেন না ডি’কক।

২) ম্যাথু ওয়েড: গুজরাট টাইটান্সে ২০২২-এর আইপিএলের নিলামে তাঁকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। গত মরসুমে শুরুর দিকে কয়েকটি ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন। কিন্তু ঋদ্ধিমান সাহা ভালো খেলতে শুরু করার পর আর ওয়েড গুজরাটের একাদশে নিজের জায়গা করতে পারেননি। এ বারের আইপিএলে এখনও অবধি গুজরাটের হয়ে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি।

৩) জো রুট: এ বারের আইপিএলে ১ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কেনে ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক জো রুটকে। টুর্নামেন্টের এতগুলো দিন পেরিয়ে গেলেও তাঁকে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। আইপিএলের বাকি থাকা দিনগুলিতে তাঁকে পিঙ্ক আর্মির একাদশে দেখা যাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

৪) লুনগি এনগিডি: আইপিএলে-২০২২ এর নিলামে প্রোটিয়া তারকা লুনগি এনগিডিকে ৫০ লক্ষ টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এখনও অবধি দিল্লির হয়ে চলতি মরসুমে মাঠে নামার সুযোগ পাননি এনগিডি। অন্যদিকে তাঁর দেশীয় সতীর্থ অনরিখ নর্টজে দিল্লির হয়ে প্রতিটি ম্যাচে খেলছেন। আগামী দিনে আইপিএলে এনগিডি কোনও ম্যাচে খেলার সুযোগ পাবেন কিনা তা সময়ই বলবে।