ICC Champions Trophy 2025: ট্রফি থেকে এক কদম দূরে ভারত, কোচ গৌতম বললেন, ‘আমরা পারফেক্ট গেম…’
Gautam Gambhir: দুবাইতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রোহিত ব্রিগেড। ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস উপহার দেন বিরাট। এ বার একটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় শিবিরে আনার পালা। তার আগে গৌতম কী বললেন?

দুবাই: অপরাজিত থেকে মিনি বিশ্বকাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া (Team India)। এরপরও ‘পারফেক্ট গেম’ এর সন্ধানে রয়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর সেই ‘পারফেক্ট গেম’ খুব তাড়াতাড়ি আসছে। আসলে গৌতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় টিম ‘পারফেক্ট গেম’ দেখাবে, সেটাই বলতে চেয়েছেন। দুবাইতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রোহিত ব্রিগেড। ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস উপহার দেন বিরাট। এ বার একটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় শিবিরে আনার পালা। তার আগে গৌতম কী বললেন?
ভারতের হেড কোচ জানান, দলের সবার মধ্যে ভারতের হয়ে কিছু করার খিদেটা রয়েছে। এই মুহূর্তে ওডিআইতে ভারতীয় দলটা ভালো। এ কথাও বলতে চেয়েছেন গম্ভীর। তিনি বলেন, “আমার মনে হয় আমরা ভালো খেলতে পেরেছি। তবে এখনও একটা ম্যাচ বাকি রয়েছে। আমরা জানি যে ওডিআই ফর্ম্যাটে আমরা বেশ ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো পারফর্ম করেছি। ড্রেসিংরুমেও বার বার দেশের হয়ে ভালো কিছু করার খিদে, প্রতিশ্রুতি, ইচ্ছেটা সকলের মধ্যে প্রকাশিত হয়।”
১১ বল বাকি থাকতে টিম ইন্ডিয়া অজিদের দেওয়া ২৬৫ রানের টার্গেট পূরণ করে। ভারতীয় ক্রিকেটারদের সফল রান তাড়া নিয়ে গৌতম বলেন, “রান তাড়ার দিক থেকে আমরা খুবই পেশাদারিত্ব দেখিয়েছি। আর এটা বলছি কারণ, আমাদের হাতে উইকেট ছিল। আমাদের পরিকল্পনাই সেটা ছিল। কারণ আমরা জানতাম দ্বিতীয়ার্ধে উইকেট খানিক স্লো হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।”
এই খবরটিও পড়ুন




৯ মার্চ ফাইনালে ভালো পারফর্ম করার প্রত্যাশা করছেন গম্ভীর। তিনি মনে করছেন টিম ইন্ডিয়া ওই ম্যাচে ভালো পারফর্ম করবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের আর একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে। আশা করছি আমরা পারফেক্ট খেলব। আমরা বরাবর উন্নতি করার দিকে লক্ষ্য রাখি। আমরা ক্রিকেট মাঠে অপ্রতিরোধ্য থাকার চেষ্টা করি। আর মাঠের বাইরে বিনয়ী থাকার চেষ্টা করি।”





