বুধবার রাতে প্রয়াত হয়েছেন রতন টাটা। ব্যবসা জগতের হাতে গোনা কয়েকজনকেই হয়তো পাওয়া যাবে, যাঁরা শুধু ব্যবসার তাগিদে নয়, ভালোবাসা থেকেও খেলার দুনিয়ায় এগিয়ে আসেন। রতন টাটা তেমনই একজন। অনেক ক্রিকেটারদের কাছেই তাই বুধবার রাতের খবর বড় ধাক্কা দিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসর টাটা। শুধুই কি তাই? অনেক ক্রিকেটারের জীবন বদলে গিয়েছিল টাটা গ্রুপ তথা প্রয়াত রতন টাটার সৌজন্যে। বিজিনেস টাইকুন হিসেবে তাঁর ব্যপ্তি, সাফল্য সর্বজনবিদিত। বিশ্ব মঞ্চেও নিজেকে সম্মানিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত করেছেন। ক্রিকেটেও তাঁর অবদান ভোলার নয়।
খেলার প্রতি অগাধ ভালোবাসা, সদিচ্ছা। বছরের পর বছর টাটা গ্রুপের ছাতার তলায় থাকা বিভিন্ন সংস্থা ক্রিকেটারদের চাকরির সুযোগ করে দিয়েছে। এখন ক্রিকেটারদের কাছে উপার্জনের নানা পথ। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি, ব্রডকাস্টিং, এন্ডোর্সমেন্ট আরও অনেক। কিন্তু আগে, বিশেষ করে কেরিয়ার শুরু করা ক্রিকেটারদের কাছে চিন্তার বিষয় ছিল আর্থিক নিরাপত্তা। ক্রিকেটাররা যাতে তাঁদের কেরিয়ার এবং চাকরির মাঝে ভারসাম্য রাখতে পারেন, সে বিষয়েও নজর ছিল।
ক্রিকেটারদের প্রসঙ্গেই আসা যাক। উদাহরণ হিসেবে বলা যাক, ভারতের কিংবদন্তি কিপার ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ারের কথা। টাটা মোটর্সের থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছিলেন ফারুখ। তেমনই মোহিন্দর অমরনাথ, সঞ্জয় মঞ্জরেকর, রবিন উথাপ্পা এবং ভিভিএস লক্ষ্মণদের ক্রিকেট কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল টাটা গ্রুপের সঙ্গে যুক্ত এয়ার ইন্ডিয়া।
তালিকাটা এখানেই শেষ নয়, জাভাগল শ্রীনাথ, যুবরাজ সিং, হরভজন সিং, মহম্মদ কাইফের মতো ক্রিকেটাররাও টাটা গ্রুপের সৌজন্যে নিজেদের ক্রিকেট কেরিয়ারে ফোকাস করতে পেরেছেন। টাটা পরিবারের সঙ্গে যুক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান নির্বাচক প্রধান অজিত আগরকর। বর্তমান সময়ের ক্রিকেটারদের কথা বললে শার্দূল ঠাকুর, জয়ন্ত যাদবরা টাটা পরিবারের অংশ।
ভারতের সর্বকালের সেরা দুই অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনিও কিন্তু টাটা গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি দিলীপ বেঙ্গসরকারের মতো কিংবদন্তিও। এই সৌরভ গঙ্গোপাধ্যায় টাটা স্টিল (টাটা গ্রুপেরই অংশ), মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং দিলীপ বেঙ্গসরকার টাটা পাওয়ারের কর্মী ছিলেন। এমন আরও অনেক ক্রিকেটারের কেরিয়ারেই কোনও না কোনও সময় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল টাটা। ঝুলন গোস্বামী, ইরফান পাঠান এমন অনেকেই রয়েছেন।