AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ricky Ponting: ৫০ বছর বয়সে এমন ম্যাচ চাই না, হার্টবিট বেড়ে… পঞ্জাবের জয়ের দিন কোচ রিকি পন্টিংয়ের মুখে এ কথা কেন?

PBKS vs KKR, IPL 2025: আইপিএলের (IPL) ইতিহাসের অন্যতম থ্রিলারের মধ্যে পঞ্জাব-কেকেআর (PBKS vs KKR) ম্যাচ রাখা যায়। অল্প রানের পুঁজি নিয়েও যেভাবে পঞ্জাব ২ পয়েন্ট তুলে নিয়েছে, তাতে দর্শকদের হার্টবিট বেড়ে যাওয়ার জোগাড় হয়েছিল।

Ricky Ponting: ৫০ বছর বয়সে এমন ম্যাচ চাই না, হার্টবিট বেড়ে... পঞ্জাবের জয়ের দিন কোচ রিকি পন্টিংয়ের মুখে এ কথা কেন?
Ricky Ponting: ৫০ বছর বয়সে এমন ম্যাচ চাই না, হার্টবিট বেড়ে... পঞ্জাবের জয়ের দিন কোচ রিকি পন্টিংয়ের মুখে এ কথা কেন?
Follow Us:
| Updated on: Apr 16, 2025 | 1:59 PM

কলকাতা: বাইশ গজে কোনও রোমাঞ্চকর ম্যাচ হওয়া মানেই, তা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। মুল্লানপুরে পঞ্জাব যেভাবে কেকেআরকে মাত করেছে, তাতে ক্রিকেট মহলে জোর চর্চা হচ্ছে। আইপিএলের (IPL) ইতিহাসের অন্যতম থ্রিলারের মধ্যে পঞ্জাব-কেকেআর (PBKS vs KKR) ম্যাচ রাখা যায়। অল্প রানের পুঁজি নিয়েও যেভাবে পঞ্জাব ২ পয়েন্ট তুলে নিয়েছে, তাতে দর্শকদের হার্টবিট বেড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। রুদ্ধশ্বাস ম্যাচের শেষে দলের জয়ে একদিকে উচ্ছ্বসিত রিকি পন্টিং (Ricky Ponting)। অন্যদিকে চিন্তিতও পঞ্জাবের কোচ।

শ্রেয়স আইয়াররা জেতার পর পঞ্জাবের কোচ জানান, তাঁর বয়স তো ৫০ হয়ে গিয়েছে। তাই তিনি এমন ম্যাচ আর চান না। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমার হার্ট রেট এখনও বেশি। ৫০ বছর বয়সে এই ধরনের ম্যাচ আর বেশি চাই না। ১১১ রান ডিফেন্ড করতে নেমে ১৬ রানে জয় বড় বিষয়। আমরা ইনিংস ব্রেকে ছেলেদের জানিয়েছিলাম, ছোট টার্গেট তাড়া করা অনেক সময় কঠিন হয়।’

কেকেআরের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল দুরন্ত বোলিং করে পঞ্জাবকে জিতিয়েছেন। তাঁর প্রশংসা শোনা গিয়েছে পন্টিংয়ের মুখে। তিনি বলেন, ‘উইকেট মোটেও সহজ ছিল না। তবে চাহাল অনবদ্য পারফর্ম করেছে। এই ম্যাচের আগে ওকে ফিটনেস টেস্ট দিতে হয়েছিল। সেখানে পাশ করতে হয়েছিল ওকে। গত ম্যাচে কাঁধে চোট পেয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও খেলার মতো জায়গায় আছে কিনা। ও জানিয়েছিল, একশো শতাংশ ফিট। খেলার জন্য তৈরি। তারপর তো আমরা সকলে ওর কীর্তি দেখেছি।’

এই খবরটিও পড়ুন