Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: অবশেষে বড় ঘোষণা, চ্যাম্পিয়ন হয়ে অবসর নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

ICC Champions Trophy 2025: ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন, ২০২৫ সালে টিমকে চ্যাম্পিয়ন করলেন। আর এ বার মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই রোহিত করে দিলেন বড় ঘোষণা।

Rohit Sharma: অবশেষে বড় ঘোষণা, চ্যাম্পিয়ন হয়ে অবসর নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
অবশেষে বড় ঘোষণা, চ্যাম্পিয়ন হয়ে অবসর নিয়ে মুখ খুললেন রোহিত শর্মাImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 10, 2025 | 12:13 AM

দুবাই: ওডিআইতে রোহিত অধ্যায় শেষের পথে? গত কয়েকদিন ধরে এ নিয়ে জল্পনা, কল্পনার অন্ত নেই। রোহিত শর্মা (Rohit Sharma) অবশেষে সব প্রশ্নের উত্তর দিলেন। ওডিআই বিশ্বকাপ জিততে পারেননি। তবে ওডিআই ফর্ম্যাটে মিনি বিশ্বকাপ জিতলেন রোহিত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছিলেন, ২০২৫ সালে টিমকে চ্যাম্পিয়ন করলেন। আর এ বার মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই রোহিত আবার করলেন বড় ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকেই বার বার আলোচনা হচ্ছিল, এটাই বোধহয় ওডিআইতে রোহিতের শেষ টুর্নামেন্ট। ভারতকে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়ে এ নিয়ে মুখ খুললেন হিটম্যান।

কিউয়িদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ উইকেটে হারানোর পর প্রেস কনফারেন্সে আসতেই রোহিতকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি উত্তরে বলেন, “কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যেমন চলছে, তেমনই চলবে। আমি এই ফর্ম্যাটে অবসর নিচ্ছি না।”

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরে খুশি রোহিত। এমন দিনে অবশ্য তাঁর মনে পড়ছে ২০১৯ সালের বিশ্বকাপের কথা। সে বার তিনি করেছিলেন ৫ সেঞ্চুরি। তারপরও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। সেই প্রসঙ্গে রোহিত বলেন, “আমি ২০১৯ সালের বিশ্বকাপে প্রচুর রান করেছিলাম। কিন্তু ভালো লাগেনি। দল চ্যাম্পিয়ন হয়নি। যখন দল জেতে, আর তাতে নিজের অবদান থাকে, আলাদাই একটা তৃপ্তি হয়। আমি মনে মনে পরিষ্কার ছিলাম যে কেমন ব্যাটিং করব, আমি সেই চেষ্টাটাই করে গিয়েছি।”