Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড় আক্ষেপ কী? খোলসা করলেন নিজেই
Sourav Ganguly Career Regret: বর্ণময় এবং সফল ক্রিকেট কেরিয়ার। তেমনই ক্রিকেট প্রশাসক, ধারাভাষ্য সব ভূমিকাতেই সফল। কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারে সবচেয়ে বড় আক্ষেপ কী? খোলসা করলেন নিজেই।

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে নতুন শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। বিদেশের মাটিতে প্রতিপক্ষকে চাপে ফেলাই নয়, জিততেও শিখিয়েছেন। অফসাইডে ৬-৭ জন ফিল্ডার দাঁড় করিয়েও কভার ড্রাইভে বাউন্ডারি আটকানো কার্যত অসম্ভব ছিল। যে কারণে তাঁকে গড অব অফসাইড বলা হয়ে থাকে। বর্ণময় এবং সফল ক্রিকেট কেরিয়ার। তেমনই ক্রিকেট প্রশাসক, ধারাভাষ্য সব ভূমিকাতেই সফল। কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারে সবচেয়ে বড় আক্ষেপ কী? খোলসা করলেন নিজেই।
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে প্রায় ১৯ হাজার রান, ৩৮টি সেঞ্চুরি। খেলেছেন ৩১১টি ওয়ান ডে, ১১৩টি টেস্ট। তাঁর কেরিয়ারে নানা স্মরণীয় মুহূর্ত রয়েছে। সে সব কার্যত সকলেরই জানা। কিন্তু আক্ষেপ? তাও রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে নানা বিষয়েই কথা বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই কেরিয়ারের সবচেয়ে বড় আক্ষেপের কথাও বলেছেন মহারাজ। পুরনো সৌরভকে বর্তমান সৌরভ গঙ্গোপাধ্যায় কী পরামর্শ দেবেন?
এই প্রশ্নের উত্তরেই ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলেন, ‘আমি প্রচুর সেঞ্চুরি মিস করেছি। কেরিয়ারে অনেক বার ৮০-৯০ এর ঘরে আউট হয়েছি। আমার আরও সেঞ্চুরি করা উচিত ছিল।’ পরিসংখ্যান বলছে, ৮০ এবং ৯০ এর ঘরে সৌরভ আউট হয়েছেন ৩০ বার! তাঁর সেঞ্চুরি সংখ্যা যে অন্তত ৫০টি হতে পারত, এ বিষয়ে সন্দেহ নেই।
সৌরভ আরও বলেন, ‘একা থাকলে নিজের পুরনো ভিডিয়োগুলি দেখি। নিজের মধ্যেই বলতে থাকি, আরে আবার ৭০-এ আউট হয়ে গেলাম, সেঞ্চুরিটা করা উচিত ছিল…। কিন্তু এখন তো আর কিছু বদলানো যাবে না।’ ওয়ান ডে ক্রিকেটে সৌরভের ৭২টি হাফসেঞ্চুরি রয়েছে, টেস্টে ৩৫টি।





