
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম স্কোর নিয়ে জয়ের রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের। আইপিএলের দ্বিতীয় সংস্করণ অর্থাৎ ২০০৯ সালে এই কীর্তি গড়েছিল চেন্নাই। মাত্র ১১৬ রানের পুঁজি নিয়ে পঞ্জাব কিংসকে (সে সময় কিংস ইলেভেন পঞ্জাব) হারিয়েছিল সিএসকে। নতুন রেকর্ড তৈরি হল পঞ্জাবের হোম গ্রাউন্ডে। এতদিন লজ্জার রেকর্ডে সামিল থাকা পঞ্জাবই নিজেদের নতুন রেকর্ড তৈরি করল। মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারাল তারা। ম্যাচ শেষে কী বলছেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে?
বোর্ডে মাত্র ১১২ রানের টার্গেট। ক্রিকেটে সব কিছুই সম্ভব। এর আগের ম্যাচেই কেকেআর ১০৩ রানে থামিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। এরপর ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এ দিন ১১২ রান তাড়ায় শুরুতে ২ উইকেট হারালেও পরিস্থিতি সামাল দেয় অজিঙ্ক রাহানে ও অংকৃষ রঘুবংশী জুটি। তখন কেই বা জানত বিপর্যয় নামতে চলেছে! কেকেআর অলআউট ৯৫ রানেই! ১৬ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় পঞ্জাব কিংস। প্রতিপক্ষ নিঃসন্দেহে ভালো বোলিং করেছে। কেকেআর ব্যাটারদের পারফরম্যান্সও যে সমানভাবে দায়ী, বলার অপেক্ষা রাখে না।
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে বলেন, ‘সবই তো দেখলেন। আর কীই বা বলব।’ মুখে হাসি বজায় রেখে রাহানে যোগ করেন, ‘আমার থেকেই বিপর্যয়ের শুরু হয়েছিল। ভুল শট খেলেছিলাম। হারের দায়টা পুরোপুরি আমার।’ রাহানে কেন রিভিউ নেননি, সেটিও পরিষ্কার করলেন। বলেন, ‘সে সময় ডিআরএস হারানোর ঝুঁকিটা নিতে চাইনি। আমি নিশ্চিত ছিলাম না। পিচ হয়তো সহজ ছিল না, তবে রানটা চেজ করার মতোই ছিল। ব্যাটিং বিভাগ হিসেবে খুব খারাপ পারফর্ম করেছি। বোলাররা নিজেদের কাজটা করেছিল।’