NZ vs BAN Report: আয়োজক পাকিস্তানকে সঙ্গে নিয়েই ডুবল বাংলাদেশ, সেমিতে নিউজিল্যান্ড

Feb 24, 2025 | 10:05 PM

ICC Men's Champions Trophy 2025: বাংলাদেশ ও পাকিস্তানের ছিটকে যাওয়া ছিলই সময়ের অপেক্ষা। গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। আর গ্রুপের শেষ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে।

NZ vs BAN Report: আয়োজক পাকিস্তানকে সঙ্গে নিয়েই ডুবল বাংলাদেশ, সেমিতে নিউজিল্যান্ড
Image Credit source: NZC

Follow Us

মঞ্চ আগেই প্রস্তুত হয়েছিল। শুধুমাত্র অঙ্কের কারণে লেখা যাচ্ছিল না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হয়েছিল পাকিস্তানের। গতকাল অর্থাৎ রবিবার ভারতের কাছেও হেরেছে পাকিস্তান। এরপরই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গিয়েছিল আয়োজক পাকিস্তানের। কিন্তু অঙ্কের নিরিখে ‘কার্যত’ লিখতে হচ্ছিল। অন্য দিকে, বাংলাদেশও টুর্নামেন্ট শুরু করেছিল ভারতের কাছে হার দিয়ে। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের ছিটকে যাওয়া ছিলই সময়ের অপেক্ষা। গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। আর গ্রুপের শেষ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে।

রাওয়ালপিন্ডিতে এ দিন মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কিউয়িরা। বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করলেও পুঁজি ছিল মাত্র ২৩৬ রান। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মন্থর ৭৭ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে অবদান রাখেন জাকের আলি ও রিশাদ হোসেন। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক পিচে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট মাইকেল ব্রেসওয়েলের।

রাওয়ালপিন্ডির পিচে ২৩৭ রানের টার্গেট নিউজিল্যান্ডের জন্য অন্তত বড় ছিল না। কিন্তু শুরুতেই ওপেনার উইল ইয়ং ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে বন্য আনন্দে মেতেছিল বাংলাদেশ শিবির। ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে ক্রিজে যোগ দেন রাচিন রবীন্দ্র। এই তরুণ ক্রিকেটার পাকিস্তানেই ত্রিদেশীয় সিরিজ খেলার সময় চোট পেয়েছিল। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তাঁকে খেলানো হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচও স্মরণীয় করে রাখলেন।

এর আগে ২০২৩ সালে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের মঞ্চে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই তরুণ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের ডেবিউ ম্যাচ সেঞ্চুরির ইনিংস। আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টে সব মিলিয়ে ৪টি সেঞ্চুরি! কিউয়ি ক্রিকেটারদের মধ্যে যা রেকর্ড। অবশেষে ১১২ রানে ফেরেন তিনি।

মিডল অর্ডারে টম ল্যাথাম দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে আউট হন। ৫৫ রান করেন। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ছোট্ট একটা পার্টনারশিপে নিউজিল্যান্ডের ৫ উইকেটে জয় ও সেমিফাইনাল নিশ্চিত, আর বাংলাদেশ-পাকিস্তানের ছুটি।