ICC World Cup: সেঞ্চুরির খরা থেকে সাফল্যের আলোয়, যাঁকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি…
ICC World Cup 2023, Virat Kohli: তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু ঘরে-বাইরে প্রবল সমালোচনার জেরে ক্রিকেট থেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন বিরাট কোহলি। কেন খেলা চালিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন বিরাট। সেই অধ্যায় পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন কিং কোহলি। কয়েক দিন আগেই নিজের জন্মদিনে ইডেন গার্ডেন্সে অনবদ্য শতরান। ওডিআই সেঞ্চুরির সংখ্যায় মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁয়েছেন বিরাট।
বেঙ্গালুরু: সর্বকালের সেরা ওডিআই ব্যাটার! অতীতেও বলা হয়েছে। কিন্তু তিন বছর সব ফরম্যাটেই সেঞ্চুরির খরা বিরাট কোহলিকে ফের ‘ব্যর্থ’ করে দিয়েছিল। আসলে বিরাট কোহলি নিজের যে মান তুলে ধরেছিলেন, সেই অনুযায়ী সেঞ্চুরি না হলেই বিরাট ব্যর্থ। অন্তত তাঁকে এমনটাই হয়েছে। দলের প্রয়োজনে বেশ কিছু ভালো ইনিংস খেললেও সেগুলো ব্যর্থতা হিসেবেই ধরা হয়েছে। এমনকি বছর খানেক আগেও অনেক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছিলেন বিরাটের দলে থাকা নিয়ে। অনেকেই বলেছিলেন, তাঁর পরিবর্তে নতুনদের সুযোগ দেওয়া হোক। টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল বিরাটের ওপর। তাঁর সুফলও মিলছে। রাজার মতোই পারফর্ম করছেন। সেই ‘ব্যর্থতা’ থেকে ঘুরে দাঁড়ানো। যাঁকে কৃতিত্ব দিচ্ছেন কিং কোহলি…। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সফল কেরিয়ার। তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু ঘরে-বাইরে প্রবল সমালোচনার জেরে ক্রিকেট থেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন বিরাট কোহলি। কেন খেলা চালিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন বিরাট। সেই অধ্যায় পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন কিং কোহলি। কয়েক দিন আগেই নিজের জন্মদিনে ইডেন গার্ডেন্সে অনবদ্য শতরান। ওডিআই সেঞ্চুরির সংখ্যায় মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁয়েছেন বিরাট।
কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, খেলা চালিয়ে যাওয়ার তাগিদ খুঁজে পেলেন, কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনকে। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল প্যাডির। গ্যারি কার্স্টেনের সহকারী ছিলেন। পরবর্তীতেও ভারতীয় টিমের সঙ্গে কাজ করেছেন। এই দ্বিতীয় দফাতেই বিরাটকে বদলে দিতে সাহায্য করেছেন প্যাডি। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বিরাট বলেন, ‘ওর সঙ্গে অনেক কথা হয়েছে। ও আমাকে বদলে দিয়েছে। দীর্ঘ কেরিয়ারের ওই সময়টায় কী ভাবে কাটিয়েছি আমিই জানি। ও আমার চড়াই-উতরাইয়ের বিষয়টা বুঝতে পেরেছে। সেই অনুযায়ী কাজ করেছে।’