ICC World Cup 2023: সিরাজ মেলাতে গিয়েছিলেন হাত, বিরাট কী বলেছিলেন জার্ভোকে? ভিডিয়ো প্রকাশ্যে
কোনও ক্রিকেট ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটার ও ফিল্ড আম্পায়ার ছাড়া আর কেউ মাঠের মধ্যে প্রবেশ করতে পারেন না। কিন্তু জার্ভো একাধিকবার নিরাপত্তার ঘেরাটোপ টপকে মাঠে প্রবেশ করেছেন। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে হঠাৎ মাঠে জার্ভো প্রবেশ করায় এ বার আইসিসি তাঁকে নির্বাসিত করেছে।
নয়াদিল্লি: ২২ গজের আগন্তুক তিনি। একাধিক বার ভারতের বিভিন্ন ম্যাচে দেখা মিলেছে এই আগন্তুকের। টিম ইন্ডিয়ার (Team India) জার্সি পরে তিনি যেভাবে মাঠে প্রবেশ করেন, তাতে যে কারও চোখ ধোকা খেয়ে যেতে পারে। তাঁকে দেখে অনেকেই এক ঝলকে ভেবে নিতে পারেন তিনি ভারতেরই ক্রিকেটার। যে ভুলটা সদ্য চেন্নাইয়ে হয়েছিল মহম্মদ সিরাজেরও। ক্রিকেট ফ্যান জার্ভো গত ৮ অক্টোবর চিপকে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্বকাপের (ICC World Cup) ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করেন। যে ছবি ও ভিডিয়ো বিদ্যুতগতিতে ছড়িয়ে পড়েছিল। এ বার সেই ব্যক্তি জার্ভো, যাঁর পুরো নাম ড্যানিয়েল জার্ভিস তিনি নিজের ইউটিউবে শেয়ার করলেন ভারতের ম্যাচে তাঁর মাঠে প্রবেশ করার এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে সিরাজ তাঁকে দেখে কেমন চমকে গিয়েছিলেন। এবং সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে জার্ভোকে যখন নিরাপত্তারক্ষীরা মাঠ থেকে বের করে দিচ্ছিলেন, তখন তাঁকে কী বলেন বিরাট কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জার্ভোর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি যখন মাঠে প্রবেশ করছেন সেই সময় বাউন্ডারি লাইনের দিকে ফিল্ডিংয়ের জন্য এগিয়ে আসছিলেন মহম্মদ সিরাজ। জার্ভো যে মেজাজ নিয়ে মাঠে ঢুকছিলেন তাতে সিরাজ বুঝতে পারেননি যে তিনি তাঁর সতীর্থ নন। না বুঝে সিরাজ প্রথমে জার্ভোর দিকে হাত বাড়ান। পরক্ষণেই ভুল ভাঙে। তিনি জার্ভোকে ডাকতে থাকেন। ততক্ষণে জার্ভো মাঠের অনেকটা ভিতরে চলে যান। এরপর লোকেশ রাহুল তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে তাঁকে মাঠের বাইরে বের করে দিতে যান। সেই সময় বিরাট কোহলি এগিয়ে আসেন জার্ভোর কাছে। কোহলি কিছু বলেন তাঁকে। জার্ভো তাঁর শেয়ার ভিডিয়োতে জানিয়েছেন, বিরাট তাঁকে বলেন, ‘জার্ভো! ভাই তোমার ভিডিয়ো আমি ভালোবাসি। কিন্তু এই জিনিসগুলো করা তুমি বন্ধ কর এ বার।’
Jarvo 69 Making his long-awaited Cricket World Cup debut for India! #jarvo69 #jarvo pic.twitter.com/8TXFr3Z8OH
— Jarvo69 (Daniel Jarvis) (@BMWjarvo) October 9, 2023
কোনও ক্রিকেট ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটার ও ফিল্ড আম্পায়ার ছাড়া আর কেউ মাঠের মধ্যে প্রবেশ করতে পারেন না। কিন্তু জার্ভো একাধিকবার নিরাপত্তার ঘেরাটোপ টপকে মাঠে প্রবেশ করেছেন। এর আগে ইংল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট ম্যাচের মাঝে ঢুকে পড়েছিলেন জার্ভো। এ বার তাঁর বিশ্বকাপ অভিষেকও হল। জার্ভো পেশায় ইউটিউবার। তিনি বিভিন্ন ম্যাচের মাঝে ঢুকে পড়েন। এবং তা ভিডিয়ো বানিয়ে নিজের ইউটিউবে শেয়ার করেন। তাঁর এমন কাণ্ডের জন্য ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তাঁকে আজীবন নির্বাসিত করেছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে হঠাৎ মাঠে জার্ভো প্রবেশ করায় এ বার আইসিসি তাঁকে নির্বাসিত করেছে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, জার্ভো ভারতের মাটিতে চলতি বিশ্বকাপের আর কোনও ম্যাচ দেখতে পারবেন না। তাঁকে নির্বাসিত করা হল। এ বার বাকিটা নির্ভর করছে ভারতীয় অ্যায়োজকদের উপর। জার্ভো ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সময় ভিআইপি এরিনায় ছিলেন। এরই মাঝে প্রশ্নও উঠেছে, সেখানের টিকিট তিনি কীভাবে পেলেন? সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি।