AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup, IND vs NZ: ‘আন্ডারডগ’ প্রতিপক্ষ, প্রত্যাশার চাপ, পরিসংখ্যান; কতটা প্রস্তুত রোহিত?

India vs New Zealand ICC world Cup 2023 Semi-Final: এক যুগ পর দেশের মাটিতে ফের বিশ্ব জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। আতঙ্ক বাড়াচ্ছে পরিসংখ্যান। বিশ্বকাপের গত দুই সংস্করণের রানার্স নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিক ভালো খেলছে কিউয়িরা। ভারতকে দেখলে যেন বাড়তি তাগিদ নিয়ে খেলে। গত বিশ্বকাপেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দু-দল। ওয়ান ডে ম্যাচ হলেও বৃষ্টিতে হয়ে দাঁড়িয়েছিল দু-দিনের। ভারতকে হারিয়েই ফাইনালে ওঠে তারা। ম্যাঞ্চেস্টার থেকে এ বার মুম্বই।

ICC World Cup, IND vs NZ: 'আন্ডারডগ' প্রতিপক্ষ, প্রত্যাশার চাপ, পরিসংখ্যান; কতটা প্রস্তুত রোহিত?
Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 11:26 PM
Share

অভিষেক সেনগুপ্ত

মুম্বই: ফর্মের দিক থেকে ভারতের প্রতিপক্ষ এখন শুধু ভারতই। লিগ পর্বে টানা ৯ ম্যাচ জিতে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারত। এক যুগ পর দেশের মাটিতে ফের বিশ্ব জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। আতঙ্ক বাড়াচ্ছে পরিসংখ্যান। বিশ্বকাপের গত দুই সংস্করণের রানার্স নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিক ভালো খেলছে কিউয়িরা। ভারতকে দেখলে যেন বাড়তি তাগিদ নিয়ে খেলে। গত বিশ্বকাপেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দু-দল। ওয়ান ডে ম্যাচ হলেও বৃষ্টিতে হয়ে দাঁড়িয়েছিল দু-দিনের। ভারতকে হারিয়েই ফাইনালে ওঠে তারা। ম্যাঞ্চেস্টার থেকে এ বার মুম্বই। ভারতের কাছে বদলা নিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। তার আগে কোন প্রসঙ্গে কী বলছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চাপ

গ্রুপ লিগের প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত, এমনকি নকআউটেও চাপ থাকে। টিম কিন্তু ন’টা ম্যাচে চাপ সামলেছে খুব ভালো ভাবে। চাপের মুখে চমৎকার খেলেছে। ম্যাচ থাকলেই দেশসুদ্ধু সবাই বলছে, সেঞ্চুরি করতে হবে, পাঁচটা উইকেট নিতে হবে, ম্যাচটা জিততে হবে। এত বছর ধরে খেলছি, এই ছবির কোনও ব্যতিক্রম দেখিনি। এখনও নেই। কিন্তু বাইরে যা চলছে, তা নিয়ে আমরা ভাবি না। বিশ্বকাপের শুরু থেকে একটাই চেষ্টা করে গিয়েছি, ভালো ক্রিকেট যেন খেলতে পারি। একটা একটা পদ্ধতি। সেমিফাইনালেও সেটা ধরে রাখব।

বোলিং বিকল্প

হার্দিকের চোটের পর বোলিং বিকল্প নিয়ে ভাবতে হয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে নিয়মিত বোলারদের বাইরেও বোলিং করেছি আমরা। উইকেটও পেয়েছি। কিন্তু সেটা যেন পরের ম্যাচগুলোতে না হয়। রেগুলার বোলাররাই যেন কাজটা সারতে পারে।

অতীত মাথায় থাকে না

প্রথম কিংবা দ্বিতীয় বিশ্বকাপ আমরা কী ভাবে জিতেছি, এ সব নিয়ে আলোচনা করি না। আজ যা করেছি, সেটার উপর কালকের ম্যাচটা নির্ভর করতে পারে। কিন্তু দীর্ঘদিন পর আর নির্ভর করবে না। সেই কারণেই ১০-৫ বছর বা গত বিশ্বকাপে কী করেছি, সেটা নিয়ে ভাবার সুযোগ বা সময় কোনওটাই নেই।

টিমের পরিবেশ

মাঠের রেজাল্ট যাই হোক না কেন, টিমের পরিবেশ তাতে প্রভাবিত না হয়, এই চেষ্টাই আমরা করি। ধরমশালায় ম্যাচের পর দুটো দিন ছিলাম। ওই সময় আমরা একটা ফ্যাশন শো করেছিলাম। এটা মিডিয়া জানে না। সব কিছু আমরা লোককে জানাই না। টিমের এই যে পরিবেশ বদলেছে, সেটা আমরা সবাই মিলে করেছি। যাতে রিল্যাক্সড থাকতে পারে টিম। এটা কিন্তু নতুন নয়। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে শুরু হয়েছে।

নিউজিল্যান্ডকে নিয়ে

নিউজিল্যান্ড অত্যন্ত ডিসিপ্লিন একটা টিম। স্মার্ট ক্রিকেট খেলে। সবাই মিলে দায়িত্ব নেয়। বিপক্ষের মানসিকতা বুঝতে পারে দ্রুত। অত্যন্ত ধারাবাহিক টিম। খুব ভুল না করলে ৬-৭ বছর ধরে আইসিসি টুর্নামেন্টে শেষ চার কিংবা ফাইনালে উঠেছে।

কুলদীপের প্রত্যাবর্তন

কুলদীপ ফিরে আসার পর থেকে অন্য রকম পারফর্ম করছে। বাড়তি দায়িত্ব নিচ্ছে। গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ ভাঙছে। চাপের মুখে পড়লেও ভয় পাচ্ছে না। শুরুর কয়েকটা ওভারে রান দিলেও দারুণ ভাবে ফিরে আসছে।