Rajat Patidar: ‘ওকে এত গুরুত্ব কেন?’, উত্তরসূরিকে নিয়ে প্রশ্ন তুলছেন RCB কিংবদন্তি
India vs England: রজতকে অবশ্য বুঝতে হবে সুযোগ বার বার আসে না। তাই ধরমশালা টেস্টে তিনি ভারতের একাদশে সুযোগ পেয়ে যদি নজর কাড়তে না পারেন তা হলে পরবর্তী টেস্টে আর হয়তো ডাক না-ও পেতে পারেন। কারণ রজত এই সিরিজে সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি না থাকায়।
কলকাতা: তরুণ ক্রিকেটাররা যখন ভারতের হয়ে সাদা জার্সি চাপিয়ে শাসন করার ছন্দে রয়েছেন সেই সময় ৩০ বছর বয়সী রজত পাতিদারের (Rajat Patidar) টেস্ট ডেবিউ হল। সুযোগ পায়ে ফেলতে চাননি রজত। বিশাখাপত্তনম টেস্টে রজতের অভিষেক হয়েছিল। এরপর তিনটে টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তাতে মোট প্রাপ্তি ৬৩ রান। সর্বাধিক রান ৩২। ভারতীয় টিমে যে সুযোগ পাওয়ার প্রতিযোগিতা চলছে তাতে রজতের এই পারফরম্যান্স মোটেও নজরকাড়া নয়। তা সত্ত্বেও কিন্তু এত তাড়াতাড়ি রজতে আস্থা হারাতে নিষেধ করছেন প্রোটিয়া কিংবদন্তি এবিডি। তাঁর মতে, ভারতীয় টিম রজতের উপর আস্থা রাখলে তিনি ঠিক ঘুরে দাঁড়াতে পারবেন। এবি ডি ভিলিয়ার্সের আইপিএল টিম আরসিবির তারকা রজত। যে কারণে উত্তরসূরিকে নিয়ে দূরের ভাবনা তুলে ধরলেন এবিডি।
নিজের ইউটিউব চ্যানেলে এবিডি বলেছেন, ‘রজত পতিদারের সারাজীবন মনে রাখার মতো সিরিজ এটা এখনও নয়। কিন্তু এই ভারতীয় দল এবং সংস্কৃতি সম্পর্কে একটা ভালো জিনিস হল যে ওরা দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং তার ফলও ওদের পক্ষে আসছে। তাই ও হয়তো টিমে এখনও টিকে থাকবে। যদি রজতের মনোভাব আকর্ষণীয় হয় এবং ড্রেসিংরুমে নিজের মনোভাব ব্যক্ত করতে পারে, তা হলে রোহিত এবং দ্রাবিড় হয়তো পঞ্চম টেস্টও ওর উপর আস্থা রাখতে পারে। ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে। ওকে দলর অংশ হিসেবে দেখতে পারে। দল যেহেতু এগিয়ে চলেছে তাই ও রান না পেলেও সুযোগ দেওয়া যেতে পারে।’
রজতকে অবশ্য বুঝতে হবে সুযোগ বার বার আসে না। তাই ধরমশালা টেস্টে তিনি ভারতের একাদশে সুযোগ পেয়ে যদি নজর কাড়তে না পারেন তা হলে পরবর্তী টেস্টে আর হয়তো ডাক না-ও পেতে পারেন। কারণ রজত এই সিরিজে সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি না থাকায়। ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছেলে অকায় কোহলির জন্ম হয়েছে লন্ডনে। জানা গিয়েছিল, দ্বিতীয় বার সন্তান জন্ম দেওয়ার আগে অনুষ্কার কিছু শারীরিক জটিলতা ছিল। তাই এই সময় স্ত্রীর পাশে থাকার জন্য টিম থেকে ছুটি চেয়েছিলেন বিরাট। তাঁকে বোর্ড সেই ছুটি দিয়েছেও।