Ravi Shastri on Virat Kohli: নিন্দুকদের মুখ বন্ধ করতে এশিয়া কাপে কী করতে হবে কোহলিকে? জানালেন শাস্ত্রী
যুযুধান লড়াইয়ে শুধুমাত্র কোহলির একটা হাফসেঞ্চুরিই যথেষ্ট নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য। এমনটা মনে করেন কোহলিদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী।

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) ও রবি শাস্ত্রী (Ravi Shastri), এই অধিনায়ক-কোচ জুটি ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছে। ৭ বছর ধরে ভারতীয় দলের হেড কোচ থাকার সুবাদে, খুব কাছ থেকে শাস্ত্রী চেনেন কোহলিকে। তার থেকেও বলা ভালো, বিরাটকে বেশ ভালো করেই বোঝেন তিনি। আর মাত্র ৩ দিন পরই এশিয়া কাপে (Asia Cup) মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে তরতরিয়ে বাড়ছে উত্তেজনার পারদ। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও এশিয়া কাপের মঞ্চেই কামব্যাক করতে চাইছেন। বিরাটের রানে ফেরা শুধু সময়ের অপেক্ষা। যা বার বার বলেছেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটার থেকে একাধিক ক্রিকেটবিশেষজ্ঞ। যুযুধান লড়াইয়ে শুধুমাত্র কোহলির একটা হাফসেঞ্চুরিই যথেষ্ট নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য। এমনটা মনে করেন কোহলিদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী।
ইংল্যান্ড সফরের পর, জাতীয় দল থেকে দূরে ছিলেন বিরাট। বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফেরার অপেক্ষায় কোহলি। ২০১৯ সালের নভেম্বরে শেষ আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন ভিকে। তারপর ২২ গজে তিনি নেমেছেন একাধিকবার। কিন্তু সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাটে। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে শাস্ত্রী বলেন, “আমি কোহলির সঙ্গে এখন কথা বলিনি। কিন্তু এটা তো আর রকেট সায়েন্স নয়। বড় প্লেয়াররা সঠিক সময়ে কামব্যাক করে। তবে তাদেরও বিরতি প্রয়োজন। মানসিক অবসাদও বিশ্বের সেরা ক্রিকেটারদের ঘিরে ধরতে পারে। বিশ্ব ক্রিকেটে এমন একজন ক্রিকেটারও নেই যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়নি।”
ক্রিকেট থেকে সাময়িক একটা বিরতি কোহলিকে ফের তরতাজা করে দেওয়ার জন্য যে যথেষ্ট, তা উল্লেখ করতে ভোলেননি শাস্ত্রী। তিনি বলেন, “আমার মনে হয়, ও এখন ধীর স্থির, ঠাণ্ডা হয়ে ফিরে আসবে। ওর মধ্যে বাড়তি চাপটা এই মুহূর্তে নেই। যার ফলে ওকে খোলা মনে খেলতে দেখা যেতে পারে। শট নির্বাচন নিয়েও ও সচেতন থাকবে। মনের মধ্যে একটা পরিকল্পনা সাজিয়েই ও এগোবে। ও সেঞ্চুরিও পাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচেই ও একটা হাফসেঞ্চুরি পেয়ে গেলে টুর্নামেন্টের বাকি সময়টার জন্য নিন্দুকদের মুখ বন্ধ হয়ে যাবে। অতীতেও এটা হয়েছে। ওর কাছে দারুণ সুযোগ রয়েছে, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি কাজে লাগিয়ে দুরন্ত কামব্যাক করার।”
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলতে নামবেন। এখনও অবধি ৯৯টি আন্তর্জাতিক ম্যাচে কোহলির সংগ্রহ ৩৩০৮ রান।
