Hardik Pandya: যুদ্ধক্ষেত্র না ছাড়লে… চ্যাম্পিয়ন হয়ে বড় বার্তা হার্দিক পান্ডিয়ার

ICC Champions Trophy 2025: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচেই খেলেছেন হার্দিক। তাতে ৪ বাংলাদেশ ছাড়া বাকি ৪ ম্যাচে ব্যাটিং করেছেন। যথাক্রমে করেছেন ৮, ৪৫, ২৮, ১৮ রান। নিয়েছেন মোট ৪টি উইকেট। গত বছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। এ বার মিনি বিশ্বকাপজয়ী দলের হয়েও ছাপ রেখেছেন।

Hardik Pandya: যুদ্ধক্ষেত্র না ছাড়লে... চ্যাম্পিয়ন হয়ে বড় বার্তা হার্দিক পান্ডিয়ার
যুদ্ধক্ষেত্র না ছাড়লে একটা সুযোগ থাকে... চ্যাম্পিয়ন হয়ে বড় বার্তা হার্দিক পান্ডিয়ারImage Credit source: Hardik Pandya X

Mar 10, 2025 | 4:09 PM

দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার তাঁর বেশ ছোট। কিন্তু তাতে ক্ষতি নেই। কারণ সাফল্য তো বড়। কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে। ৯ বছর খেলছেন ভারতীয় টিমে। আর গত ৯ মাসে ২টো আইসিসি খেতাব জিতে ফেললেন। সাদা বলে বৃত্ত সম্পূর্ণ করলেন। তারপরই বলে দিলেন, যুদ্ধক্ষেত্র যদি কেউ না ছাড়ে, তা হলে একটা সুযোগ থাকে। চ্যাম্পিয়ন হওয়ার পর একইসঙ্গে হার্দিক জানান, আইসিসি ইভেন্টে জেতা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ।

কিউয়িদের হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের প্রতিক্রিয়া তুলে ধরছিল সম্প্রচারকারী চ্যানেল। সেখানে হার্দিক বলেন, “আইসিসি ইভেন্টে জয় সবসময় খুব খুশির। আমার মনে আছে ২০১৭ সালটা। সেখানে আমরা কাজটা শেষ করতে পারিনি। তবে এ বার পারলাম। খুব ভালো লাগছে।” একইসঙ্গে হার্দিক জানিয়েছেন, একটা অসম্পূর্ণ স্বপ্ন যেন পূরণ হয়েছে।

সময় যতই কঠিন হোক না কেন, নিজের উপর বিশ্বাস হারাননি হার্দিক। তাঁর কথায়, “যা কিছু হোক না কেন, আমার সব সময় নিজের উপর আত্মবিশ্বাস রয়েছে। আমি কী করতে পারি তা জানি। বদ্ধদ্বারে যে কঠোর পরিশ্রম করি, মাঠে তার ফল পাই। আমি বরাবর প্রস্তুতি, পরিশ্রমে বিশ্বাস করি। ঠিকমতো সেটা করতে পারলে ম্যাচে প্রভাব পড়বেই।”

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচেই খেলেছেন হার্দিক। তাতে ৪ বাংলাদেশ ছাড়া বাকি ৪ ম্যাচে ব্যাটিং করেছেন। যথাক্রমে করেছেন ৮, ৪৫, ২৮, ১৮ রান। নিয়েছেন মোট ৪টি উইকেট। গত বছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। এ বার মিনি বিশ্বকাপজয়ী দলের হয়েও ছাপ রেখেছেন। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপ জেতার ‘আইকনিক’ ছবি ফেরালেন হার্দিক। বার্বাডোজে খেতাব জিতে ‘কুছ পরোয়া নেহি’ টাইপের ছবি দিয়েছিলেন। এ বারও তাই দিলেন। হার্দিক যে এমনই।