
দুবাই: এ যেন গোদের উপর বিষফোঁড়া! একে কিউয়িদের বিরুদ্ধে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আয়োজক পাকিস্তান। তার উপর উদ্বোধনী ম্যাচের পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ফকর জামান (Fakhar Zaman)। রবিবার ভারতের বিরুদ্ধে মেগা ম্যাচে নামবে পাকিস্তান। তার আগে ফকরের ছিটকে যাওয়া পাক শিবিরকে চাপে ফেলে দিল। তাঁর পরিবর্তে কোন ক্রিকেটারকে এলেন মহম্মদ রিজওয়ানদের টিমে?
ইতিমধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক টিমে ফকরের পরিবর্ত হিসেবে ইমাম উল হকের নাম ঘোষণা করা হয়েছে। ২৯ বছর বয়সী ইমাম অতীতে পাকিস্তানের জার্সিতে ৭২টি ওডিআইতে খেলেছেন। আন্তর্জাতিক স্তরে খেলার ভালো অভিজ্ঞতাই রয়েছে। ফলে তিনি টিমে আসায় রিজওয়ানদের সুবিধাই হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গত সংস্করণে ফকর জামান ছিলেন পাকিস্তানের জয়ের নায়ক। সেই তাঁকেই কিনা টুর্নামেন্টে আর পাবেন না বাবররা। মিনি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। ওই ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন ফকর। কিউয়িদের ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে বোলিং করছিলেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তাঁর দ্বিতীয় ডেলিভারি ছিল ফুল লেন্থ। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং ড্রাইভ খেলেছিলেন। এরপর ফকর বাউন্ডারি বাঁচাতে ছুটে যান। বাউন্ডারি বাঁচিয়ে ফেললেও তিনি চোট পান। আর সেই চোটই তাঁকে এ বার টুর্নামেন্ট থেকেই পুরোপুরি ছিটকে দিল।
FAKHAR ZAMAN RULED OUT OF THE CHAMPIONS TROPHY…!!!!
– Imam Ul Haq replaces Fakhar Zaman. 🇵🇰 pic.twitter.com/AjjqUWxlTp
— Johns. (@CricCrazyJohns) February 20, 2025