IPL 2025: পাকিস্তানের হামলার আশঙ্কা? যুদ্ধের উত্তাপ বাড়ছে, ধরমশালা থেকে সরল PBKS-MI ম্যাচ 

Operation Sindoor Impact: রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ধরমশালায়। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এর পর ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি আরও জোরাল। এই পরিস্থিতিতে সেই ম্যাচের ভেনু বদলের কথা শোনা যাচ্ছে এ বার। যদি ধরমশালায় শ্রেয়স-হার্দিকদের ম্যাচ না হয়, তা হলে কোথায় হবে?

IPL 2025: পাকিস্তানের হামলার আশঙ্কা? যুদ্ধের উত্তাপ বাড়ছে, ধরমশালা থেকে সরল PBKS-MI ম্যাচ 
পাকিস্তানের হামলার আশঙ্কা? যুদ্ধের বাড়ছে উত্তাপ, ধরমশালা থেকে সরল PBKS-MI ম্যাচ 

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 08, 2025 | 6:59 PM

কলকাতা: পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের উপর জঙ্গি হামলার কড়া জবাব দিচ্ছে ভারত (India)। ভারতের সেনারা গুঁড়িয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান যুদ্ধের যে আবহ তৈরি হয়েছে, এ বার তার প্রভাব আইপিএলেও (IPL)। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংস (Punjab Kings) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ধরমশালায়। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এর পর ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি আরও জোরাল। এই পরিস্থিতিতে সেই ম্যাচের ভেনু বদলের কথা শোনা যাচ্ছিল। যদি ধরমশালায় শ্রেয়স-হার্দিকদের ম্যাচ না হয়, তা হলে কোথায় হবে?

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, গুজরাট ক্রিকেট সংস্থাকে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ডাকে সাড়াও মিলেছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল প্যাটেল বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের ম্যাচ এ বার হবে আমেদাবাদে।’

উল্লেখ্য, আইপিএলের এক্স হ্যান্ডেলে এ বার সরকারি বার্তা শেয়ার করা হল। আজ, বৃহস্পতিবার ৮ মে সন্ধে ৬.৩৪ মিনিটে জানানো হয়েছে রবিবারের আইপিএল ম্যাচ (পঞ্জাব বনাম মুম্বই) ধরমশালা থেকে সরল আমেদাবাদে।

এ বার প্রশ্ন হল হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? আসলে ধরমশালা ও চণ্ডীগড় বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ফলে মুম্বই ইন্ডিয়ান্স টিম মুম্বই থেকে ধরমশালায় পৌঁছতে পারবে না। বোর্ড জানিয়েছে, সূচি অনুযায়ী রবিবার বিকেল ৩.৩০ মিনিটে হবে পঞ্জাব-মুম্বই ম্যাচ।

বুধবার সন্ধেতে মুম্বই টিমের ধরমশালায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু ধরমশালায় বিমান পরিষেবা বন্ধ থাকার ফলে এমআই টিমের সদস্যদের মুম্বইতেই থাকতে হচ্ছে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে। বিমান পরিষেবা বন্ধ হওয়ায় এ বার চিন্তা ওই ম্যাচ খেলা দুই দলের ক্রিকেটাররা তাঁদের পরবর্তী ম্যাচের ভেনুতে কীভাবে যাবেন। বিষয়টিতে নজর রেখেছে বোর্ড।