IPL 2024 Auction: দাদার ভক্ত, KKR প্রেমী? নিলামে সৌরভ বনাম গম্ভীর দেখার জন্য তৈরি তো?
Sourav vs Gambhir: মঙ্গলবার দুপুর থেকে আইপিএল প্রেমীরা চোখ রাখবেন টেলিভিশনের পর্দায়। নিলাম টেবলে একাধিক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দঁড়ি টানাটানি হতে পারে। দুবাইতে ভারতের দুই প্রাক্তন তারকা ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে কড়া টক্করও হতে পারে। ২২ গজে তাঁদের আর লড়াই হয় না। কিন্তু নিলাম টেবলে আগামিকাল ফের এক বার সৌরভ বনাম গম্ভীর দেখা যেতেই পারে।
কলকাতা: কেকেআরের (KKR) ভক্ত আপনি? আবার দাদা প্রেমীও? আইপিএল নিলামে (IPL 2024 Auction) কোন পক্ষ নেবেন? নাইট শিবিরের বিরুদ্ধেই ছক্কা হাঁকাতে নিলামের পিচে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেকেআরের মেন্টরও কিন্তু পিছিয়ে থাকবেন না। আরও ভালো করে বললে, দুবাইয়ে সৌরভ বনাম গৌতম গম্ভীর দেখার জন্য তৈরি থাকতে হবে বঙ্গসমাজকে। নামেই মিনি নিলাম। যা তোড়জোড় চলছে, তাতে প্রত্যাশার পারদ চড়ছে হুহু করে। ১০ দল কোটি-কোটি টাকা নিয়ে দুবাইয়ের কোকা কোলা এরিনায় জড়ো হবে। নিলাম টেবলে একাধিক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দড়ি টানাটানি হতে পারে। দুবাইতে ভারতের দুই প্রাক্তন তারকা ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে কড়া টক্করও হতে চলেছে। ২২ গজে তাঁদের আর লড়াই হয় না। কিন্তু নিলাম টেবলে মুখোমুখি নামছেন সৌরভ বনাম গম্ভীর।
কেকেআরকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন গৌতম গম্ভীর। তখন তিনি নাইট জার্সিতে খেলতেন। ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। তারপর থেকে আর নাইট শিবিরে আইপিএল ট্রফি আসেনি। ২০২৪ সালের আইপিএলের আগে কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে ঘরওয়াপসি হয়েছে গৌতমের। নাইট শিবিরে গম্ভীর ফেরার পর থেকেই এক এক করে দলকে গুছিয়ে তোলার কৌশল তৈরি করে চলেছেন। গৌতি কেকেআরে ফিরে অধিনায়কের দায়িত্বে শ্রেয়স আইয়ারকে ফিরিয়েছেন। এ বারের মিনি নিলামে কেকেআরের যাবতীয় ফাঁকফোকর মেটানোর জন্য যে টিম ম্যানেজমেন্ট গৌতমের মগজাস্ত্রে নির্ভর করবে, তা বলার অপেক্ষা রাখে না। আর সেই নিলামেই দেখা যেতে পারে সৌরভ ও গম্ভীরের কড়া টক্কর।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই আইপিএল নিলামের জন্য দুবাইতে উড়ে গিয়েছেন মহারাজ। লক্ষ্য নিলাম থেকে প্রয়োজনীয় ক্রিকেটারদের তুলে নিয়ে দল মজবুত করা। মুম্বইয়ে হওয়া উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেও হাজির ছিলেন সৌরভ। সেখানে দিল্লি ২ কোটি টাকা দিয়ে অজি অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে টিমে নেয়। এ বার আইপিএল নিলামেও মহারাজের এমনই কোনও পরিকল্পনা দিল্লিকে লাভবান করতে পারে।
আইপিএল নিলামে গম্ভীরের সঙ্গে সৌরভের টক্কর হওয়ার কারণ একটাই। একই ক্রিকেটারদের জন ২ দল ঝাঁপাতে পারে। যেমন এই তালিকায় শুরুতেই থাকবেন দক্ষিণ আফ্রিকার তেইশ বছরের তরুণ জেরাল্ড কোৎজে। লকি ফার্গুসন, টিম সাউদিকে কেকেআর ছেড়ে দেওয়ার ফলে বিদেশি পেসার প্রয়োজন কেকেআরের। সেক্ষেত্রে নাইটদের টার্গেট হতে পারেন তিনি। অন্যদিকে দিল্লিও চাইবে তাদের পেস বিভাগ মজবুত করতে। ফলে প্রোটিয়া সেনসেশন জেরাল্ড কোৎজের জন্য় নিলাম টেবলে দেখা যেতে পারে সৌরভ বনাম গম্ভীর। এ ছাড়াও বিদর্ভের তরুণ অলরাউন্ডার শুভম দুবে, মুশির খান, অর্শিন কুলকার্নির মতো তরুণ ক্রিকেটারদের দিকে ফোকাস থাকতে পারে দিল্লি ও কেকেআরের। কারণ, দুই দলই ভবিষ্যতের কথা ভেবে তরুণ ক্রিকেটারে ‘বিনিয়োগ’ করতো পারে।