Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 : ‘শুধু বিরাট নয়, ধোনিকেও ছেড়ে কথা বলেনি গৌতম’, বিরাট রহস্য ফাঁস করলেন ইরফান পাঠান

Virat vs Gautam : মাঠের মধ্যে আগ্রাসী বিরাটকে (Virat Kohli) দেখে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। তাঁকে কেউ আক্রমণ করলে তিনি ছেড়ে কথা বলেন না। উল্টোদিকে যদি গৌতমের (Gautam Gambhir) মতো ক্রিকেটার থাকেন, তা হলেও বিরাট চুপ থাকেন না। আর গৌতমও কাউকে ছেড়ে কথা বলার পাত্র নয়।

IPL 2023 : 'শুধু বিরাট নয়, ধোনিকেও ছেড়ে কথা বলেনি গৌতম', বিরাট রহস্য ফাঁস করলেন ইরফান পাঠান
IPL 2023 : 'শুধু বিরাট নয়, ধোনিকেও ছেড়ে কথা বলেনি গৌতম', বিরাট রহস্য ফাঁস করলেন ইরফান পাঠান
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 5:31 PM

কলকাতা : বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর বিতর্কই হল এ বারের আইপিএলের (IPL 2023) সবচেয়ে চর্চিত ঘটনা। গত কয়েকদিন ধরে লাইমলাইটে রয়েছেন ক্রিকেটের দুই আইকন। মাঠের মধ্যে আগ্রাসী বিরাটকে (Virat Kohli) দেখে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। তাঁকে কেউ আক্রমণ করলে তিনি ছেড়ে কথা বলেন না। উল্টোদিকে যদি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতো ক্রিকেটার থাকেন, তা হলেও বিরাট চুপ থাকেন না। আর গৌতমও কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন। গৌতম একাধিকবার বিরাট কোহলির ক্যাপ্টেন্সির সমালোচনা করেছেন। শুধু কোহলিকে নয়, একটা সময় ধোনিকেও ‘বিরাট’ চাপে ফেলেছিলেন গৌতম। সদ্য সেই গল্পই শুনিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।

ক্যাপ্টেন্সির দিক থেকে ধোনিকে মাত করার ক্ষমতা ছিল গৌতমের। শুধু তাই নয়, ধোনির সঙ্গে গৌতমের সম্পর্কও খুব একটা ভালো ছিল না। ২০১১ বিশ্বকাপের ফাইনালে গম্ভীর সেঞ্চুরি পাননি। এর জন্য গৌতম অবশ্য দায়ী করেন ধোনিকেই। গৌতম এখন আইপিএলে খেলেন না। কিন্তু যখন তিনি আইপিএলে খেলতেন একাধিকবার ধোনিকে চাপে ফেলেছিলেন। আইপিএলে গৌতম যখন কেকেআরের অধিনায়ক ছিলেন তখন চেন্নাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ম্যাচে তিনি বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজাতেন ধোনির বিরুদ্ধে। আর গম্ভীরের ফাঁদে পা দিয়ে ফেলতেন ধোনি।

ইরফান পাঠান জানিয়েছেন তিনি একাধিকবার গম্ভীরের সঙ্গে ধোনির মস্তিষ্কযুদ্ধ দেখেছেন। তিনি জানান, ধোনি ব্যাট করতে নামলে গম্ভীর টেস্ট ম্যাচের মতো ফিল্ডিং সাজাতেন। ধোনির দূর্বলতা আঁচ করে গৌতম সেই সময় সুনীল নারিন, পীযূষ চাওলার মতো বোলারকে আক্রমণে আনতেন। স্পিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং প্রায়শই করতেন ধোনি। কিন্তু গৌতম যখন আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে স্পিনারদের ডাকতেন, তখন ধোনি নিজের স্বভাবসিদ্ধ ব্যাটিং করতে পারতেন না। এই প্রসঙ্গে ইরফান পাঠান বলেন, ‘কেকেআরের অধিনায়ক থাকার সময়ে গৌতম গম্ভীর ধোনির অহং নিয়ে খেলত। আর ধোনি সেই ফাঁদে ধরা পড়ত।’