India vs Afghanistan: কালো মেঘের আনাগোনা, নির্বিঘ্নে হবে ভারত-আফগান ম্যাচ, নাকি ঝেঁপে আসবে বৃষ্টি?

T20 World Cup 2024: এ বারের টি-২০ বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। তার মধ্যে টিম ইন্ডিয়ার ম্যাচও রয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত-কানাডা ম্যাচ, যা হওয়ার কথা ছিল ফ্লোরিডার লডারহিলে, সেটি ভেস্তে গিয়েছিল।

India vs Afghanistan: কালো মেঘের আনাগোনা, নির্বিঘ্নে হবে ভারত-আফগান ম্যাচ, নাকি ঝেঁপে আসবে বৃষ্টি?
কালো মেঘের আনাগোনা, নির্বিঘ্নে হবে ভারত-আফগান ম্যাচ, নাকি ঝেঁপে আসবে বৃষ্টি?Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Jun 20, 2024 | 3:37 PM

কলকাতা: বঙ্গবাসী অপেক্ষায় ছিল বৃষ্টির। তীব্র গরমের মাঝে কয়েক জায়গায় বৃষ্টি হওয়ায় বঙ্গবাসী স্বস্তি পেয়েছে। এ তো গেল বাংলার কথা। সুদূর ওয়েস্ট ইন্ডিজেও চোখ রাঙাচ্ছে কালো মেঘ। এই মুহূর্তে তাই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন দানা বেঁধেছে, নির্বিঘ্নে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটে ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) ম্যাচ হবে তো? কী বলছে সেখানকার ওয়েদার রিপোর্ট?

Accuweather এর রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টার দিকে দেড় ঘণ্টা হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। একইসঙ্গে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথম ইনিংস চলাকালীন ব্রিজটাউনের আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। ভারতীয় সময় অনুসারে রাত ৮টায় ম্যাচ শুরু। সেই সময় ওয়েস্ট ইন্ডিজে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্যারিবিয়ান সময় অনুযায়ী সেখানে দুপুর ১টার দিকে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে। তাতে অবশ্য ম্যাচের রেজাল্ট পেতে খুব অসুবিধা না হওয়ারই কথা।

একবার বেশ কিছুক্ষণ ম্যাচ হয়ে গেলে, বৃষ্টি বাধা দিলে ওভার কমিয়ে খেলা শুরু করা যেতে পারে। ফলে যদি একেবারে ঝেঁপে বৃষ্টি আসে তা হলেই হয়তো ভারত-আফগানিস্তান ম্যাচের ফলাফল পাওয়া যাবে না। কিন্তু বৃষ্টি হওয়ার পর তা যদি থেমে যায়, তা হলে পুনরায় খেলা চালু করতে কোনও সমস্যা থাকে না। এ বারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে বৃষ্টির কারণে ভারত-কানাডা ম্যাচ ভেস্তে গিয়েছিল। এমনিতেই সুপার এইটে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার উপর ভারত-আফগানিস্তান ম্যাচ ভেস্তে গেলে চাপ বাড়বে রোহিত শর্মার মেন ইন ব্লুর।