AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: মোদী নন, আমেদাবাদে চতুর্থ টেস্টে টস করলেন রোহিতই; রইল বিশেষ চমক

India PM Narendra Modi-Australia PM Anthony Albanese: আজ, ৯ মার্চ থেকে শুরু হল বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন দুই দেশের প্রধানমন্ত্রী।

IND vs AUS: মোদী নন, আমেদাবাদে চতুর্থ টেস্টে টস করলেন রোহিতই; রইল বিশেষ চমক
মোদী নন, আমেদাবাদে চতুর্থ টেস্টে টস করলেন রোহিতই; রইল বিশেষ চমক
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 11:02 AM
Share

আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট দেখতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে প্রথমেই স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর মোদী ও অ্যালবানিজ প্রবেশ করেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আজ থেকে শুরু হল বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন দুই দেশের প্রধানমন্ত্রী। রোহিত শর্মা ও স্টিভ স্মিথকে আমেদাবাদ টেস্টের আগে বিশেষ টেস্ট ক্যাপ দেওয়ার পর করমর্দন করেন মোদী-অ্যালবানিজ। তারপর একসঙ্গে মঞ্চ থেকে চারজন পাশাপাশি দাঁড়িয়ে হাত তুলে ধরেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আমেদাবাদ টেস্টের আগে অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে অভ্যর্থনা জানান বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। দেখুন ভিডিয়ো —

পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ম্যাচের আগে মোদী ও অ্যালবানিজ একটি গাড়িতে চেপে পুরো স্টেডিয়াম পরিদর্শন করেন।

ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের আগে হঠাৎই গুজব ছড়িয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদ টেস্টে টস করবেন। আদতে তা হয়নি। আমেদাবাদে দুই দলের অধিনায়কই করেছেন টস। তবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে কয়েন দিয়ে টস করা হয়েছে, তা বিশেষ স্মারক কয়েন। ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সম্পর্কের ৭৫ বছরের পূর্তিতে এই বিশেষ কয়েনে টস করা হয়েছে। বিসিসিআইয়ের টুইটারে সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।

ম্যাচ শুরু হওয়ার আগে অজি অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে মাঠে প্রবেশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। একইসঙ্গে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে মাঠে প্রবেশ করেন নরেন্দ্র মোদী। এরপর দুই দলের অধিনায়ক তাঁদের ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন দুই দেশের প্রধানমন্ত্রীদের।