India vs Australia 2nd Test Toss: রোহিত টস জিতেই… ভালো পিচ, ঘাসও রয়েছে! তিনটি পরিবর্তন
IND vs AUS Pink Ball Test, Confirmed XI: গত দুই সিরিজে রবি শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্বে ছিলেন। এ বার ডাগ আউটে নয়, কমবক্স থেকে দেখবেন। গোলাপি টেস্টে বেশির ম্যাচেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। প্যাট কামিন্স কয়েক তুলতেই রোহিতের কল 'হেড'।
সঞ্চালক রবি শাস্ত্রীর ‘জোশ’ দেখে ম্যাচ রেফারি রঞ্জন মধুগলের সঙ্গে মুচকি হাসি ভারত অধিনায়ক রোহিত শর্মারও। টস জিততেই হাসি আরও চওড়া হল। গত দুই সিরিজে রবি শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্বে ছিলেন। এ বার ডাগ আউটে নয়, কমবক্স থেকে দেখবেন। গোলাপি টেস্টে বেশির ম্যাচেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। প্যাট কামিন্স কয়েক তুলতেই রোহিতের কল ‘হেড’। আর রোহিত টস জিতেই ব্যাটিং নিতে দ্বিধা করলেন না। আর কী বলছেন রোহিত?
প্রত্যাশামতোই একাদশে পরিবর্তন। রোহিতই ঘোষণা করলেন, ‘পিচে ঘাস রয়েছে। আমাদের পেসাররাও খুশি হবে। সবার আগে পুরো টিমকে শুভেচ্ছা। ওরা পারথে যা পারফরম্যান্স করেছে, কুর্নিশ।’ একাদশে তিনটি পরিবর্তন। রোহিতের কথায়, ‘আমি ফিরেছি, শুভমনও। আর ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন।’ এই মাঠে অজি বোলারদের মধ্যে নাথান লিয়ঁ সবচেয়ে সফল। তেমনই গোলাপি বলে দিন-রাতের ম্যাচে সবচেয়ে সফল অশ্বিন। ফলে তাঁকে বাইরে রাখা কঠিনই ছিল।
পিচ রিপোর্টে সুনীল গাভাসকর বলছেন, ‘আমি এখানেই হোটেলেই রয়েছে। শুরুর দিকে দেখেছি প্রচুর ঘাস ছিল। তবে গত কয়েক দিন দেখেছি পরিস্থিতি বদলে গেছে। ঘাস কমেছে।’ ম্যাথিউ হেডেন বলছেন, ‘এখানে ব্যাটিং পিচই থাকবে বেশির ভাগ সময়। তবে ঘাস থাকায় বোলারদের জন্য সুবিধা থাকবে নিশ্চিত। গোধূলীর পর ব্যাটিং যে কোনও দলের কাছেই চাপ হতে চলেছে।’ রোহিত আগেই জানিয়েছিলেন মিডল অর্ডারে ব্যাট করবেন। এখনও পর্যন্ত যা ব্যাটিং অর্ডার, রোহিত ছয়ে নামছেন।
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতীশ রেড্ডি, অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসোয়েনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড