AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: ভারতের ছোটরাও অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল, নায়ক নিখিল

IND vs AUS Under 19 Tests: দলীয় ২১০ রানে অষ্টম উইকেট হারায় ভারত। অজি শিবির তখনও স্বপ্ন দেখছিল, এখান থেকে যদি মিরাকল হয়! নিখিল সেই পরিস্থিতি আসতে দেননি। ৫৫ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন নিখিল কুমার।

IND vs AUS: ভারতের ছোটরাও অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল, নায়ক নিখিল
Image Credit: PTI
| Updated on: Oct 02, 2024 | 6:03 PM
Share

ওয়ান ডে সিরিজ আগেই জিতেছিল ভারতীয় দল। এ বার দীর্ঘ ফরম্যাটের পালা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে মাল্টি ফরম্যাট সিরিজ খেলছে ভারত অনূর্ধ্ব ১৯ দল। প্রথম চার দিনের ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। দু-দলের সমানে সমানে লড়াই চলছিল। প্রথম ইনিংসে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরি ভারতকে ম্যাচে রেখেছিল। বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহম্মদ এনাম। শেষ দিন স্মরণীয় জয় ভারতের।

ভারত-অস্ট্রেলিয়া যুব টেস্টে কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যায়নি। দু-দলই মরিয়া লড়াই চালিয়ে গিয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৯৩ রানে অলআউট করে ভারত। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ ২৯৬ রানেই। এই রানটাও হওয়া কঠিন ছিল। গত বছর ১২ বছরে রঞ্জি অভিষেক করে চমকে দেওয়া বিহারের বৈভব সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৩ রানের লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে অজিদের মাত্র ২১৪ রানেই অলআউট করে ভারত। এনামের ৬ উইকেট ছাড়াও ক্যাপ্টেন সোহম পটবর্ধন ৩ উইকেট নেন।

চতুর্থ ইনিংসে ভারতের টার্গেট দাঁড়ায় ২১২ রান। প্রথম ইনিংসে বিধ্বংসী সেঞ্চুরি করা বৈভব মাত্র ১ রানেই ফেরেন। আর এক ওপেনার বিহানের অবদান ১১। ক্রমশ খেই হারাচ্ছিল ভারত। যদিও নিত্য পান্ডিয়া এবং কেপি কার্তিকেয় জুটি পরিস্থিতি সামাল দেয়। লোয়ার অর্ডারে ফের চাপ বাড়ে। নিখিল কুমার একদিকে থাকলেও উল্টোদিক থেকে উইকেট পড়ায় পরিস্থিতি রুদ্ধশ্বাস হয়ে ওঠে। দলীয় ২১০ রানে অষ্টম উইকেট হারায় ভারত। অজি শিবির তখনও স্বপ্ন দেখছিল, এখান থেকে যদি মিরাকল হয়! নিখিল সেই পরিস্থিতি আসতে দেননি। ৫৫ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন নিখিল কুমার।