AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Steve Smith vs Virat Kohli : ‘এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার’, স্মিথকে নিয়ে কেন এমন বললেন বিরাট কোহলি?

IND vs AUS, WTC Final 2023 : বিশ্ব টেস্ট ফাইনাল যত না ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা, তার থেকে স্মিথ বনাম কোহলির ম্যাচ। পয়লা রাউন্ডে স্মিথ নিশ্চিতভাবেই অনেকখানি এগিয়ে রয়েছেন। ভারতকে যদি স্মিথের পাল্টা এবং টস বিতর্ক থামাতে হয়, তা হলে বিরাটের ব্যাটে সেঞ্চুরি চাই।

Steve Smith vs Virat Kohli : 'এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার', স্মিথকে নিয়ে কেন এমন বললেন বিরাট কোহলি?
Steve Smith vs Virat Kohli : 'এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার', স্মিথকে নিয়ে কেন এমন বললেন বিরাট কোহলি?Image Credit: ICC
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 4:00 PM
Share

লন্ডন : বাবর আজম, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ এবং বিরাট কোহলি। বিশ্বসেরা ব্যাটার খুঁজতে হলে এই বন্ধনীতেই রাখতে হবে চোখ। লাল থেকে সাদা — সব ফর্ম্যাটেই এই চার মূর্তি দাপিয়ে বেড়াচ্ছেন। সেঞ্চুরি করা, টিমকে টানা, প্রতিপক্ষকে চাপে রাখা আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা — সব দশকেই তারকা এ ভাবেই দিয়েছেন নিজের পরিচিতি। এই চার মূর্তি ব্যাতিক্রম নন। পাকিস্তানের বাবর, নিউজিল্যান্ডের উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্মিথ নাকি ভারতের কিং কোহলি? এঁদের মধ্যে সেরা বাছবেন কাকে? ধারাভাষ্যকার, বিশ্লেষক, প্রাক্তন কি ক্রিকেট প্রেমী, এক এক জন এক এক রকম ব্যাখ্যা দেবেন। কিন্তু তিনি জোর গলায় এই বন্ধনীর মধ্যে থেকে সেরা বেছে নিলেন। কাকে টেস্ট ক্রিকেটের (Test Cricket) সেরা ব্যাটার বলা উচিত? স্টিভ স্মিথ (Steve Smith)। কে বলছেন এমন কথা? বিরাট কোহলি (Virat Kohli)। কী যুক্তি তাঁর? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইদানীং আর আইপিএল খেলছেন না। ইদানীং আর হইচইয়ের ক্রিকেটে খুব বেশি মন নেই। ইদানীং তাঁর যাবতীয় ফোকাস বোধ হয় লাল বলের ক্রিকেট। সেই কারণে বিশ্ব টেস্ট ফাইনালের আগে কাউন্টি খেলতে গিয়েছিলেন। তার সুফল হাতেনাতে পেলেন। রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং নিয়ে ট্রফিটা অস্ট্রেলিয়ানদের হাতে তুলে দিয়েছেন কিনা, এই আলোচনা খুব শিগগিরই বিতর্কের চেহারা নেবে। সৌজন্যে স্টিভ স্মিথ। ওভালের পিচ স্যাঁতস্যাঁতে, বাউন্সি, স্পিনি। মোদ্দা কথা হল, বোলারদের দাপটে খুব একটা স্বস্তি পাওয়ার কথা নয় ব্যাটারদের। কেউ কেউ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই নিজের জাত চেনান। বুধবার যখন ব্যাট করতে এসেছিলেন তিন উইকেট খুইয়ে রীতিমতো কাঁপছে অস্ট্রেলিয়ান মেরুদণ্ড। সেখান থেকে তাঁর এই ২২৯ বলে সাজানো সেঞ্চুরি টিমকে ভরসা তো দিলই, ভারতকে ঠেলে দিল আরও ব্যাকফুটে। বিরাট কি আঁচ করেছিলেন, স্মিথ এগোবেন, আরও এগোবেন?

বিরাট বলছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, বলব, আমাদের প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটারের নাম স্টিভ স্মিথ। ও প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করেছে। ওর এবিলিটি নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। ৮০-৯০টা টেস্ট ম্যাচ খেলার পরেও ৬০ এর উপর গড়। এক কথায় অবিশ্বাস্য। যে ধারাবাহিকতা, যে প্রভাব ও দিনের পর দিন তুলে ধরেছে গত ১০ বছরে আমি দেখিনি।’

বিশ্ব টেস্ট ফাইনাল যত না ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা, তার থেকে স্মিথ বনাম কোহলির ম্যাচ। পয়লা রাউন্ডে স্মিথ নিশ্চিতভাবেই অনেকখানি এগিয়ে রয়েছেন। ভারতকে যদি স্মিথের পাল্টা এবং টস বিতর্ক থামাতে হয়, তা হলে বিরাটের ব্যাটে সেঞ্চুরি চাই। ইংল্যান্ড আবার কোহলিকে খুব একটা সুখস্মৃতি দেয় না। স্মিথ কি তাতিয়ে দিচ্ছেন বিরাটকে?