
প্রথম বার টেস্ট ক্যাপ্টেন্সি করছেন। লিডসে ক্যাপ্টেন্সির শুরুটা ভালো না হলেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে শুভমন গিল। প্রথম টেস্টে সেঞ্চুরি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি দুটোতেই নজর কেড়েছেন শুভমন। প্রথম বার এজবাস্টনে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ২৬৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৬১! প্রথম দুই টেস্টেই করেছিলেন সব মিলিয়ে ৪৩০ রান। অপেক্ষা ছিল লর্ডস টেস্টের। কিন্তু প্রথম ‘লর্ডস ডে’ শুভ হল না শুভমন গিলের। মাত্র ১৬ রানেই ফিরলেন ক্যাপ্টেন।
ইংল্যান্ডে প্রথম বার খেলছেন তা নয়। তবে এর আগে লর্ডসে প্রথম বার খেলছেন শুভমন গিল। আইকনিক ক্রিকেট গ্রাউন্ডে প্রত্য়েকেরই নজর থাকে অনার বোর্ডে নাম লেখানোর। বোলারদের ক্ষেত্রে প্রয়োজন অন্তত ফাইফার, ব্যাটারদের জন্য় সেঞ্চুরি। শুভমন যে ছন্দে রয়েছেন, বড় ইনিংসের প্রত্যাশা ছিলই। এ বার অপেক্ষা করতে হবে দ্বিতীয় ইনিংসের জন্য।
লর্ডসের মন্থর পিচে বাজ়বল ব্যর্থ হয়েছে। ইংল্যান্ড ফিরেছে সেই সনাতনী ক্রিকেটেই। দিনের শুরুতে জসপ্রীত বুমরার অনবদ্য় বোলিং। কিন্তু লোয়ার অর্ডারে জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের দুর্দান্ত জুটি। শেষ অবধি ৩৮৭ রানে অলআউট ইংল্যান্ড। ফাইফার নেন জসপ্রীত বুমরা। বিদেশের মাটিতে ভারতীয় বোলারদের মধ্য়ে সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ড এখন বুমরার নামেই।
ভারতের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি। জ্যাজ়বল শুরু হলেও ১৩ রানে শেষ। আর এক ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে করুণ নায়ার দুর্দান্ত জুটি গড়েন। কিন্তু নায়ারের করুণ পরিস্থিতি কাটেনি। সেট হয়েও অফস্টাম্পের ফাঁদে। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন জো রুট। ৪০ রানে ফেরেন রুট। শুভমন ফেরেন ৪৪ বলে ১৬ রানে। হাফসেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল। ৫৩ রানে অপরাজিত তিনি।
ভারতের জন্য বড় স্বস্তি ঋষভ পন্থের মাঠে নামা। প্রথম দিন কিপিংয়ের সময় বাঁ হাতে চোট পেয়েছিলেন। আর কিপিংয়ে নামেননি। ব্যাটিংয়ে নামা নিয়েও আশঙ্কা ছিল। লোকেশ রাহুলের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে রয়েছেন পন্থ। ১৯ রান করেছেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ১৪৫ রান তুলেছে ভারত। এখনও পিছিয়ে ২৪২ রানে।