
অবশেষে শুরু হল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। নানা ‘নেই’ দিয়েই। কী কী নেই, এই তালিকাটাই দীর্ঘ। কয়েক দিন আগেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শুধু তাই নয়, মেডিক্যাল স্টুডেন্টদের একটি হস্টেলে ভেঙে পড়ে বিমানটি। চারদিকে আগুন। একটা চূড়ান্ত বিপর্যয়। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হল এই দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ভারত-ইংল্যান্ড দু-দেশের ক্রিকেটার, গ্যালারিও নীরবতা পালন করে। ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে। লিডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। টেস্ট অভিষেক সাই সুদর্শনের।
ওয়েটিং লিস্টেই থাকতে হল অভিমন্যু ঈশ্বরণকে। দীর্ঘ কয়েক বছর ধরে ভারত এ-দলকে নেতৃত্ব দিচ্ছেন। টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন বেশ কয়েক বার। কিন্তু অভিষেক হয়নি। এ বারও অপেক্ষা করতে হচ্ছে। প্রথম টেস্টে অভিষেক হল বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শনের। ব্যাটিং অর্ডার যা বলছে, তাতে চার নম্বরে নামবেন ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল। কিং কোহলির জায়গায় প্রিন্স। কাজটা যদিও কঠিন। দীর্ঘ আট বছর পর টেস্টে কামব্যাক করুণ নায়ারের।
এই ম্যাচে অবশ্য নানা নেই-এর হিসেব। গত সিরিজের সঙ্গে বিস্তর ফারাক। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা প্রাক্তন। তেমনই ভারতীয় দলেও সদ্য প্রাক্তন হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। এক দিকে যেমন তাঁদের না থাকাটা হতাশার, নতুনদের কাছে সুযোগও। বোলিংয়ের দিক থেকে দু-দলের শক্তিই যেন একই জায়গায়। ব্যাটিংয়ে রোহিতদের বিরাট ফাঁক পূরণ করার দায়িত্ব সাই সুদর্শন, করুণ নায়ারদের।
ভারতের একাদশ: লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল, ঋষভ পন্থ, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।