Jasprit Bumrah: বুমরাকে সামলাতে কেমন লাগে? আতঙ্কে ইংল্যান্ডের তারকা ব্যাটার!
India Vs England Test Series: সব মিলিয়ে তিন ম্যাচ খেললেও মনে করা হচ্ছে, প্রথম টেস্টে অন্তত জসপ্রীত বুমরাকে খেলানো হবে। বুমরাকে নিয়ে অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। বলা ভালো, আতঙ্কের কথা শোনালেন।

লিডসে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। শুক্রবার শুরু ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড, লিডসে। তার আগে আলোচনায় জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টও। ইংল্যান্ড সফরে তাঁকে হয়তো সব মিলিয়ে তিন ম্যাচে খেলানো হতে পারে। যে কারণে নেতৃত্ব দেওয়া হয়নি তাঁকে। জসপ্রীত বুমরা নিজেও জানিয়েছেন তিনি সব ম্যাচ খেলতে পারবেন না। সে কারণে নিজেও চাননি তাঁকে ক্যাপ্টেন্সির জন্য ভাবা হোক। সব মিলিয়ে তিন ম্যাচ খেললেও মনে করা হচ্ছে, প্রথম টেস্টে অন্তত জসপ্রীত বুমরাকে খেলানো হবে। বুমরাকে নিয়ে অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। বলা ভালো, আতঙ্কের কথা শোনালেন।
জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনও ব্যতিক্রমী। যে কারণে অনেকেই তাঁকে বুঝে উঠতে পারেন না। দু-দিকেই বল মুভ করানোর দক্ষতা রাখেন। দুরন্ত গতিতে ইন এবং আউট সুইং, ব্যাটাররা চাপে পড়তে বাধ্য। ইংল্যান্ডের তারকা ব্যাটার ওলি পোপও সে কথা স্বীকার করে নিলেন। শুধু তাই নয়, তাঁর প্রথমেই মনে পড়ে বুমরার বিষাক্ত ইয়র্কারের কথা। টকস্পোর্ট ক্রিকেটে একটি সাক্ষাৎকারে ইংল্যান্ডের ভাইস ক্যাপ্টেন ওলি পোপ বুমরাকে নিয়ে নানা বিষয়ে বলেছেন।
ওলি পোপের কথায়, ‘ওকে সামলানো বড় চ্যালেঞ্জ। তবে বুমরার বিরুদ্ধে বেশ কিছু ম্যাচে খেলার সুযোগ হয়েছে। খুব ভুল না হলে তিনটি ভিন্ন সিরিজে খেলেছি। কিন্তু ওকে পুরোপুরি বুঝে ওঠা তারপরও সম্ভব নয়।’ ইংল্যান্ড ব্যাটাররা কি কোনওরকমে বুমরার স্পেলটা কাটিয়ে দেওয়াতেই স্বচ্ছন্দ বোধ করেন? ওলির কথায়, ‘বুমরা দিনে ২০ ওভারও বোলিং করতে পারে। এটা অনেক। ফলে এই চাপটা নিয়েই ওকে সামলাতে হবে। উল্টে ওকে কীভাবে চাপে ফেলা যায় সেটা নিয়েই ভাবি।’
বুমরাকে পাল্টা চাপে ফেলা যায়? ওলি পোপ আরও যোগ করেন, ‘ওকে চাপে ফেলা মানে এই নয় যে বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে। স্ট্রাইক রোটেট করাও একটা বিকল্প। ও যদি একটা দুর্দান্ত স্পেলের মধ্যে থাকে, আমার মাথায় অন্তত একটা ভাবনাই থাকে, কী ভাবে স্ট্রাইক উল্টোদিকে দেব। আমার সঙ্গে যে ব্যাট করছে, তারও ভাবনা একই। বুমরা খুবই দক্ষ বোলার।’ বুমরার ইয়র্কারে ব্যালান্স হারানো এবং বোল্ড হওয়ার সেই মুহূর্ত এখনও অবধি ভোলেননি ওলি পোপ। এই সিরিজেও কি এমন কিছু দেখা যাবে? যেতেও পারে।
