IND vs NZ WTC Final 2021: সাউদাম্পটনে মিলখা সিংকে শ্রদ্ধা টিম ইন্ডিয়ার

গতকাল রাতে জীবনের দৌড় শেষ করে, চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ভারতীয় কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং (Milkha Singh)।

IND vs NZ WTC Final 2021: সাউদাম্পটনে মিলখা সিংকে শ্রদ্ধা টিম ইন্ডিয়ার
কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল টিম ইন্ডিয়া
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 4:42 PM

সাউদাম্পটন: গতকাল রাতে জীবনের দৌড় শেষ করে, চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ভারতীয় কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং (Milkha Singh)। ক্রীড়া দুনিয়ার পাশাপাশি সকল ক্ষেত্রের ব্যাক্তিত্বরা শোকস্তব্ধ। তাঁকে এ বার অভিনব কায়দায় শ্রদ্ধা জানালো WTC ফাইনালে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেটাররা। সাউদাম্পটনে WTC ফাইনালের ম্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটারররা কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছেন। এজেস বোলে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা। বৃষ্টির নিজের খেলা এখনও দেখাতে পারেনি। ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা ও শুভমন গিল।

বিসিসিআইয়ের (BCCI) টুইটারে জানানো হয়েছে, কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল টিম ইন্ডিয়া।

৫ দিন আগেই করোনা কেড়ে নিয়েছে কিংবদন্তি মিলখা সিংয়ের স্ত্রীকে। এ বার মারণ ভাইরাস কেড়ে নিল ভারতের তারকা অ্যাথলিট মিলখা সিংকে। রইলো শুধু তাঁর নানা কীর্তি। কালো ছায়া নেমে এসেছে ক্রীড়া দুনিয়ায়। একের পর এক কিংবদন্তিকে কেড়ে নিয়েছে করোনা। কিন্তু, মানুষের মনে আজীবন থাকবেন সেইসব তারারা। যেমন থাকবেন অমর উড়ন্ত শিখ।

আরও পড়ুন: WTC Final 2021: কিউয়িদের চ্যালেঞ্জ সামলে এগোচ্ছেন রোহিত-শুভমন