India vs West Indies 2023: টানা দু-ম্যাচে হার, হার্দিকের মুখে সেই একই কথা
IND vs WI 2023, 2nd T20I Post Match Report: কুলদীপ যাদবের চোট থাকায় পরিবর্তে ডান হাতি রিস্ট স্পিনার রবি বিষ্ণোইকে খেলানো হয়। যদিও প্রথম ম্যাচে ব্যাটিং সমস্যার প্রেক্ষিতে মনে করা হয়েছিল, যশস্বীর অভিষেক হতে পারে।
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সমস্যা ছিল ব্যাটিং। হারের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া সেই প্রসঙ্গই তুলে ধরেছিলেন। সরাসরি অবশ্য ব্যাটিংকে দায়ী না করে জানিয়েছিলেন, দু-একটা ভুলে ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়েছে। ভারতীয় দল ভুলটা বুঝতে পারলেও শোধরাতে পারল না। সেই একই ভুলের পুনরাবৃত্তি, সিরিজে ০-২ পিছিয়ে পড়া। স্নায়ুর চাপ সামলে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় ওয়েস্ট ইন্ডিজের। কী বলছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে ৪ রানে হার। বোর্ডে লক্ষ্য ছিল মাত্র ১৫০। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে টেনেটুনে ১৫২ অবধি তোলে ভারত। প্রথম ওভারে জোড়া উইকেট। ১৬তম ওভারে চাহালের জোড়া ধাক্কা, সেই ওভারে একটি রান আউটে ম্যাচে ফেরার ক্ষীণ আশা। তাতেও শেষরক্ষা হয়নি। হার্দিক পান্ডিয়া বলছেন, ‘কোনও মতেই সুখকর ব্যাটিং পারফরম্যান্স নয়। পিচ মন্থর ছিল। তবে নিয়মিত উইকেট হারানোর ফলেই চাপ বেড়েছে। এই পিচে ১৬০-এর ওপর স্কোর প্রয়োজন ছিল। পুরান যে ভাবে ব্যাটিং করছিল, বোলার পরিবর্তন করা কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।’
এই ম্যাচে একাদশে একটিই পরিবর্তন করে ভারত। কুলদীপ যাদবের চোট থাকায় পরিবর্তে ডান হাতি রিস্ট স্পিনার রবি বিষ্ণোইকে খেলানো হয়। যদিও প্রথম ম্যাচে ব্যাটিং সমস্যার প্রেক্ষিতে মনে করা হয়েছিল, যশস্বীর অভিষেক হতে পারে। ভারতের বর্তমান বোলিং আক্রমণের ব্যাটিংয়ের হাত ভরসাযোগ্য নয়। টপ অর্ডার ফ্লপ। মিডল অর্ডারে তিলক ভার্মা কিছুটা ভরসা দিলেন। লোয়ার অর্ডারে সেই পাওয়ার নেই। বিষ্ণোই আটে নামলেন। হার্দিকের কথায়, ‘যা আছে, তাই নিয়েই চলতে হবে। আমাদের বর্তমান কম্বিনেশন যা রয়েছে, তাতে সাতজন বিশেষজ্ঞ ব্যাটার খেলাতে হবে। লোয়ার অর্ডার যাতে আরও একটু দায়িত্ব নিতে পারে, সেই বিষয়টা দেখতে হবে।’