IND vs NZ: ‘স্পাই’এর জন্য ৪ মিনিট আগেই লাঞ্চ, ইন্ডিয়ার টার্গেট আর ১৯০!

Nov 02, 2024 | 12:05 PM

India vs New Zealand: মুম্বই টেস্টের লাঞ্চ বিরতিতে টিম ইন্ডিয়া গিয়েছে ৫ উইকেটে ১৯৫ রানে। এখনও কিউয়িদের থেকে ৪০ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তারপরও বলা যায় অ্যাডভান্টেজেই রয়েছে রোহিত ব্রিগেড। ৭০ রানে অপরাজিত থেকে লাঞ্চে গিয়েছেন গিল। আর জাডেজা ১০ রানে নট আউট।

IND vs NZ: স্পাইএর জন্য ৪ মিনিট আগেই লাঞ্চ, ইন্ডিয়ার টার্গেট আর ১৯০!
'স্পাই'এর জন্য ৪ মিনিট আগেই লাঞ্চ, ইন্ডিয়ার টার্গেট আর ১৯০!
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: মুম্বই টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের আগেই লাঞ্চ বিরতি। নেপথ্যে ‘স্পাই’। না না অবাক হওয়ার কিছু নেই। এই স্পাই গুপ্তচর নয়। তা হল স্পাইডারক্যাম। দ্বিতীয় সেশনের শেষ মুহূর্তে এমন একটা জায়গায় স্পাইক্যাম আটকে গিয়েছিল, তাতে খেলা শুরু করা যাচ্ছিল না। ওই সময় সেশন শেষ হতে ৭-৮ মিনিট বাকি ছিল। আম্পায়াররা ৪ মিনিট আগে সিদ্ধান্ত নেন যে লাঞ্চ বিরতি নেওয়া হোক। এর ঠিক পরেই স্পাইক্যামটি ঠিক হয়ে যায়। টেকনিক্যাল ইসু ছিল। কিন্তু ততক্ষণে মাঠ ছাড়তে শুরু করেন ক্রিকেটাররা। এ বার ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ইন্ডিয়ার টার্গেট ১৯০। অবাক হচ্ছেন? প্রথম ইনিংসে আবার টার্গেট কীসের? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

কোন অঙ্কে ভারতের টার্গেট ১৯০?

এই খবরটিও পড়ুন

মুম্বই টেস্টের লাঞ্চ বিরতিতে টিম ইন্ডিয়া গিয়েছে ৫ উইকেটে ১৯৫ রানে। এখনও কিউয়িদের থেকে ৪০ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তারপরও বলা যায় অ্যাডভান্টেজেই রয়েছে রোহিত ব্রিগেড। ৭০ রানে অপরাজিত থেকে লাঞ্চে গিয়েছেন শুভমন গিল। আর রবীন্দ্র জাডেজা ১০ রানে নট আউট। এই ট্র্যাকে ১০০-র বেশি লিড মানেই অ্যাডভান্টেজ। সেখানে ৫০ রান আরও বেশি মানে সোনায় সোহাগা। ক্রিজে গিল সেট, সেঞ্চুরির দিকে এগোচ্ছেন। জাডেজা সঙ্গ দিচ্ছেন। এরপর লোকাল বয় সরফরাজ ও স্বপ্নের ফর্মে থাকা সুন্দরের ব্যাটিং বাকি। তাই এই লিড নেওয়া ভারতের জন্য কঠিন নয়।

প্রথম ইনিংসে কিউয়িরা ২৩৫ রানে অল আউট হয়। ভারত যদি প্রথম ইনিংসে ৩৮৫ রান তোলে, তা হলে ১৫০ রানের লিড নেবে। লাঞ্চে যেহেতু ১৯৫ রানে গিয়েছে ভারত, তাই তৃতীয় সেশনে আর টিম ইন্ডিয়া ১৯০ রান করলে ১৫০ রানের লিড সম্ভব হবে।

Next Article