IND vs NZ: ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার নজির, মাথানত গম্ভীর-রোহিতদের

Nov 03, 2024 | 1:35 PM

India vs New Zealand: বেঙ্গালুরুতে পেস বোলারদের সামনে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়া। এরপর পুনে ও মুম্বইতে কিউয়ি স্পিনারদের দাপট দেখা গেল। ভারত সফরে এসে ঐতিহাসিক জয় নিউজিল্যান্ডের। এই প্রথম বার দুই ম্যাচের থেকে বেশি টেস্টের সিরিজে ক্লিনসুইপ হল ভারত।

IND vs NZ: ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার নজির, মাথানত গম্ভীর-রোহিতদের
IND vs NZ: ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার নজির, মাথানত গম্ভীর-রোহিতদের
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টেস্ট দেখতে দেখতে এ কথাই যেন চলছিল সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। টিম ইন্ডিয়ার স্কোরবোর্ড একটা সময় দেখাচ্ছিল ২৯-৫। ঠিক যেন খাদের কিনারায় দাঁড়িয়েছিল টিম। সেখান থেকে দলকে টেনে তোলেন ঋষভ পন্থ। ম্যাচের ছবি ঘোরাতে থাকেন। ৬ উইকেট হারানোর পর অর্ধশতরান পূরণ করেন পন্থ। ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে করছিলেন, লাঞ্চ বিরতির পর দেখা যাবে পন্থের ব্যাটিং ধামাকা এবং ভারতের রোমাঞ্চকর জয়। কিন্তু কোথায় কী! দ্বিতীয় সেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে উইকেট খুইয়ে বসেন পন্থ (৬৪)। এরপর তিনি আউট হলেই ভারতের আশা যেন নিভে যায়। শেষ অবধি কিউয়িরা অসম্ভবকে সম্ভব করে দেখালেন। টেস্ট ইতিহাসে ভারতীয় টিম ঘরের মাঠে সবচেয়ে বড় লজ্জার নজির গড়লেন। যার ফলে বলা চলে, মাথানত হল গৌতম-রোহিতদের।

ভারতের মাটিতে টেস্ট সিরিজে ৩-০ ফলাফল একাধিকবার করেছে টিম ইন্ডিয়া। কিন্তু এই ফল একেবারে কখনও উল্টে যায়নি ভারতের জন্য। সেই ইতিহাস বদলে দিল টম ল্যাথামের দল। বেঙ্গালুরুতে পেস বোলারদের সামনে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়া। এরপর পুনে ও মুম্বইতে কিউয়ি স্পিনারদের দাপট দেখা গেল। ভারত সফরে এসে ঐতিহাসিক জয় নিউজিল্যান্ডের। এই প্রথম বার দুই ম্যাচের থেকে বেশি টেস্টের সিরিজে ক্লিনসুইপ হল ভারত।

মুম্বই টেস্টে মর্যাদা রক্ষা করতে পারল না ভারত। ক্লিনসুইপ এড়াতে ভারতকে তুলতে হত ১৪৭ রান। দেশের মাটিতে ২০০-র কম রান তাড়া করে এই প্রথম বার হারল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর ভারতের জিততে হলে প্রয়োজন ছিল ৫৫ রান। সেখানে পন্থকে ফিরিয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় কিউয়িরা। এরপর অষ্টম উইকেটে অশ্বিন ও সুন্দর জুটিতে ১৫ রান যোগ করেন। এরপর সুন্দরকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূরণ করেন এজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ১২১ রানে অল আউট ভারত। শেষ অবধি ২৫ রানে হার। এবং ০-৩ ব্যবধানে সিরিজ হারল রোহিত ব্রিগেড।

Next Article