AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: অস্ট্রেলিয়ায় পাওয়া যাবে না রোহিতকে, ব্যাক আপ অভিমন্যু ঈশ্বরণ!

Border-Gavaskar Trophy: টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও প্রথম শ্রেনির ক্রিকেটে সেটা দেশে হোক বা বাইরে, দুর্দান্ত সাফল্য পেয়েছেন অভিমন্যু। ওপেনিংয়ে শুভমন গিল কিংবা লোকেশ রাহুলের মতো বিকল্পও থাকছেন। অভিমন্যু অস্ট্রেলিয়ায় এ টিমের সঙ্গেও থাকবেন। হয়তো এ টিমকে নেতৃত্বও দেবেন। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে আগে থেকেই প্রস্তুত থাকছেন।

Rohit Sharma: অস্ট্রেলিয়ায় পাওয়া যাবে না রোহিতকে, ব্যাক আপ অভিমন্যু ঈশ্বরণ!
Image Credit: PTI FILE
| Updated on: Oct 10, 2024 | 10:35 PM
Share

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। বর্ডার-গাভাসকর ট্রফি এ বার পাঁচ ম্যাচের সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুই সিরিজেই জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার লক্ষ্য জয়ের হ্যাটট্রিক। তবে ক্যাপ্টেন রোহিত শর্মাকে ব্যক্তিগত কারণে পুরো সিরিজে নাও পাওয়া যেতে পারে। এমন সম্ভাবনাই দেখা যাচ্ছে। গত অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএলের গত সংস্করণের আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন।

পুরোপুরি নিশ্চিত নয়, তবে এ বার পিতৃত্বকালীন ছুটির জন্যই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে প্রথম কিংবা দ্বিতীয় টেস্টে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘চিত্রটা এখনও পরিষ্কার নয়। তবে রোহিত বোর্ডের সঙ্গে কথা বলেছে যে, ব্যক্তিগত কারণে তাঁকে ছুটি নিতে হতে পারে। হয়তো প্রথম কিংবা দ্বিতীয় টেস্টে রোহিতকে নাও পাওয়া যেতে পারে। টেস্ট সিরিজের আগেই যদি সব ঠিক হয়ে যায়, সে ক্ষেত্রে পুরো সিরিজেই খেলবেন রোহিত।’

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর। রোহিত যদি একান্তই কোনও এক টেস্টে খেলতে না পারেন, ব্যাক আপ হিসেবে দলে রাখা হতে পারে দুরন্ত ছন্দে থাকা অভিমন্যু ঈশ্বরণকে। অতীতে বহুবার ব্যাক আপ এবং বাংলাদেশ সফরে টেস্ট স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন অভিমন্যু। ভারত এ দলকে দীর্ঘ সময় নেতৃত্ব দিচ্ছেন বাংলার এই ওপেনার। টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও প্রথম শ্রেনির ক্রিকেটে সেটা দেশে হোক বা বাইরে, দুর্দান্ত সাফল্য পেয়েছেন অভিমন্যু। ওপেনিংয়ে শুভমন গিল কিংবা লোকেশ রাহুলের মতো বিকল্পও থাকছেন। অভিমন্যু অস্ট্রেলিয়ায় এ টিমের সঙ্গেও থাকবেন। হয়তো এ টিমকে নেতৃত্বও দেবেন। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে আগে থেকেই প্রস্তুত থাকছেন।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট কিংবা টি-টোয়েন্টি সিরিজে কোনও ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। তার আগে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, দুই ফরম্যাটেই ভাইস ক্যাপ্টেন ছিলেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্য়াওয়ে সিরিজে রোহিত শর্মার ডেপুটি কে থাকবেন, সেটিও নিশ্চিত নয়। কানপুর টেস্টের পর গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার বলেছিলেন, ‘টিমে অনেক আইপিএলে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারই রয়েছেন। সে কারণেই সরকারি ভাবে কাউকে ডপুটি করা হয়নি। শুভমন গিল, ঋষভ পন্থ, লোকেশ রাহুল। এমনকি যশস্বীরও নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে।’