কলকাতা: টিম ইন্ডিয়ার (Team India) মিশন ‘বাংলাদেশ-বধ’ চিপকে সফল। ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ (Bangladesh)। নাজমুল হোসেন শান্তর দলকে ২৮০ রানের বড় ব্যবধানে প্রথম টেস্টে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই সুবাদে ভারতের ৯২ বছরের টেস্ট (Test) ইতিহাসে এক বিরাট মাইলস্টোন স্পর্শ করেছে রোহিত ব্রিগেড। কী সেই রেকর্ড?
টিম ইন্ডিয়ার টেস্ট ইতিহাসে চোখ রাখলে দেখা যাবে অতীতে কখনও টেস্টে হারের পরিমাণকে ছাপিয়ে যেতে পারেনি ভারতীয় টিম। এ বার সেটাই করে দেখালেন ঋষভ পন্থ, শুভমন গিলরা। এতদিন টেস্টে ৫৭৯টি ম্যাচ খেলেছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ ভারতের ৫৮০তম টেস্ট। তাতে জয়ের ফলে প্রথম বার টেস্টে হারের পরিমাণের থেকে জয়ের পরিমাণ বেশি হল। ভারতীয় টিমের টেস্ট ম্যাচ জয়ের সংখ্যা দাঁড়াল ১৭৯টি। হার ১৭৮টি ম্যাচে। ড্র ২২২টি ম্যাচে। আর টাই ১টি ম্যাচে।
এ বার টিম ইন্ডিয়ার লক্ষ্য কানপুর টেস্ট জিতে বাংলাদেশকে সিরিজে হোয়াইটওয়াশ করা। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে নিজেদের জায়গা মজমুত করা। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত এখনও অবধি ১০টি টেস্ট ম্যাচ খেলেছে, তাতে জয় ৭টি, ড্র ১টি আর হার ২টি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৮৬ এবং PCT% ৭১.৬৭।
সাড়ে তিন দিনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শেষ হয়ে গেল। এ বার ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট। প্রাথমিক ভাবে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা হচ্ছিল, টাইগার্সদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াডে কিছু পরিবর্তন হতে পারে। তা অবশ্য হল না। চেন্নাই টেস্ট টিম ইন্ডিয়া জেতার পর বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কানপুর টেস্টের জন্য একই স্কোয়াড থাকছে ভারতের।