IND vs NZ: টিম ইন্ডিয়ার ‘ডাক পার্টি’! রবি শাস্ত্রী যে ভাবে খোঁচা দিলেন বিরাট-রাহুলদের

Oct 18, 2024 | 10:33 AM

India vs New Zealand, 1st Test: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট চলাকালীন ধারাভাষ্য দিতে দিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের খোঁচা দিতে থাকেন।

IND vs NZ: টিম ইন্ডিয়ার ডাক পার্টি! রবি শাস্ত্রী যে ভাবে খোঁচা দিলেন বিরাট-রাহুলদের
IND vs NZ: টিম ইন্ডিয়ার 'ডাক পার্টি'! রবি শাস্ত্রী যে ভাবে খোঁচা দিলেন বিরাট-রাহুলদের
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনে মাত্র ৪৬ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং বিপর্যয় নিয়ে বিরাট আলোচনা চলছে। ভারতের ৫ ক্রিকেটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেশনে শূন্যে আউট হন। তাঁরা হলেন – বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এ ভাবে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে বিরাটদের খোঁচা দিতে ছাড়লেন না তাঁদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী (Ravi Shastri)। বলেই ফেললেন, এ তো ‘ডাক পার্টি।’

ধারাভাষ্য দিতে দিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের খোঁচা দিতে থাকেন। তিনি বলেন, ‘যখন স্কোরকার্ড দেখবে, নজরে পড়বে সেখানে তো ডাক পার্টি চলছে। পাঁচটা ডাক!’ এ কথা বলেই থেমে থাকেননি রবি শাস্ত্রী। এরপর মাঠে থাকা কোহলি, সরফরাজ, রাহুলদের স্লিপে দাঁড়িয়ে থাকতে দেখে ফের রবি শাস্ত্রী ‘ডাক’ এর প্রসঙ্গ নিয়ে আসেন।

নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালীন বিরাট-রাহুলদের ফিল্ডিং দেখে শাস্ত্রী বলেন, ‘এটা ভারতে শোনা যায় না, সর্বনিম্ন স্কোর, টিম ৪৬ রানে অল আউট হয়েছে। তিনজনই স্লিপে দাঁড়িয়ে আছে, ওরা শূন্যে আউট হয়েছে।’ দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নেন, তাঁর পিচ বুঝতে ভুল হয়েছে। সকলেই ব্যাটিংয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করেছে। যতটা পিচ ফ্ল্যাট প্রত্যাশা করেছিলেন, ততটা ছিল না। সেখানেই সমস্যা হয়েছে। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে।

Next Article