India vs New Zealand: উইলিয়ামের থাবায় বিধ্বস্ত রোহিতরা, হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে ভারত

Oct 17, 2024 | 1:11 PM

IND vs NZ, 1st Test: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন বেঙ্গালুরুতে লাঞ্চ বিরতিতে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে স্কোরবোর্ডে। এটা ৬ উইকেট হারিয়ে টেস্টে ভারতের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর।

India vs New Zealand: উইলিয়ামের থাবায় বিধ্বস্ত রোহিতরা, হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে ভারত
উইলিয়ামের থাবায় বিধ্বস্ত রোহিতরা, হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে ভারত
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ঘরের মাঠে শেষ কবে এ ভাবে টিম ইন্ডিয়া টেস্টে ধরাশায়ী হয়েছিল? খুঁজতে গেলে ফিরতে হবে অতীতে। আসলে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের (Test) দ্বিতীয় দিন বেঙ্গালুরুতে লাঞ্চ বিরতিতে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে স্কোরবোর্ডে। এটা ৬ উইকেট হারিয়ে টেস্টে ভারতের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। এবং ভারতের মাটিতে এটা টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বনিম্ন রান। বছর তেইশের কিউয়ি পেসার উইলিয়াম ও’রুক প্রথম সেশনে ৩টি উইকেট তুলে নেন। বাকি ২ উইকেট ম্যাট হেনরি। একটি উইকেট টিম সাউদির।

লাঞ্চ বিরতি অবধি ভারতের স্কোরবোর্ডে নজরে পড়বে মাত্র ২টোই দুই অঙ্কের রান। ওপেনিংয়ে নামা যশস্বী ৬৩ বলে ১৩ রান করেন। আর পাঁচে নামা ঋষভ পন্থ ৪১ বলে ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২ রান করে টিম সাউদির শিকার হন। এ ছাড়া বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজারা খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন।

দেশের মাটিতে এতটা বিধ্বস্ত এর আগে ভারত কবে হয়েছিল? এই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। কে বলবে কয়েকটা দিন আগেই এই টিম ইন্ডিয়া বাংলাদেশকে ২ টেস্টের সিরিজে ক্লিনসুইপ করেছে। যে ভাবে ভারতীয় টিমকে বেঙ্গালুরুতে পারফর্ম করতে দেখা যাচ্ছে, তাতে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১০০ রানও স্কোরবোর্ডে তুলতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Next Article