IND vs NZ, 2nd Test: ব্যাট হাতেও ভরসা সুন্দর! হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চে ভারত
India vs New Zealand: পুনে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখা গেল। এরপর দেখতে দেখতে হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে ভারত। স্কোরবোর্ড বলছে টিম ইন্ডিয়া ৭ উইকেটে ১০৭। কিউয়িদের প্রথম ইনিংসে তোলা ২৫৯ রানের থেকে ভারত এখন পিছিয়ে ১৫২ রানে।
কলকাতা: পুনে টেস্টের পরিণতিও কি বেঙ্গালুরু মতো হতে চলেছে? শুক্র-সকালে যা অঘটন ঘটল, তাতে এই আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে শুরু হয়েছিল টিম ইন্ডিয়ার ইনিংস। দ্রুত রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছিলেন টিম সাউদি। এরপর দ্বিতীয় দিন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল শুরুটা করেন। ঠিকঠাক এগোনোর চেষ্টা করছিলেন। সেখানে মিচেল স্যান্টনার ধাক্কা দেন। পরপর ফেরান শুভমন গিল, বিরাট কোহলিকে। এরপর দেখতে দেখতে হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে ভারত। স্কোরবোর্ড বলছে টিম ইন্ডিয়া (Team India) ৭ উইকেটে ১০৭। কিউয়িদের প্রথম ইনিংসে তোলা ২৫৯ রানের থেকে ভারত এখন পিছিয়ে ১৫২ রানে। ক্রিজে ২ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। সঙ্গে ১১ রানে নট আউট রবীন্দ্র জাডেজা।
নিউজিল্যান্ড ভালো বোলিং করেছে নাকি ভারত দায়সারা ব্যাটিং, পার্থক্য করা কঠিন। মিচেল স্যান্টনারের মতো দক্ষ স্পিনারের উইকেট নিচ্ছে, এ তে অবাক হওয়ার বিশেষ কিছু হয়তো নেই। কিন্তু গ্লেন ফিলিপসের মতো পার্টটাইম স্পিনারও ভারতের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ালেন! বিরাটের মতো এই ইনিংসে দায়সারা আউট সরফরাজ খানও। এই তিন ইনিংসে দেখা গেল, মিড অফেই তাঁর জন্য ফাঁদ। তিনবার মিড-অফের উপর দিয়ে মারতে গিয়ে আউট হলেন। পুনের প্রথম ইনিংসে স্যান্টনারের ডেলিভারি মিড অফের উপর দিয়ে মারতে গিয়েই ও’রুরকির হাতে ধরা পড়লেন সরফরাজ। ঠিক সে সময়ই জায়ান্ট স্ক্রিনে লোকেশ রাহুলকে ধরল ক্যামেরা। কোথাও কি এই স্পিন ট্র্যাকে রাহুলকে একাদশে না রাখা চাপে ফেলল ভারতীয় টিমকে?
গ্লেন ফিলিপস আসলে কিপার-ব্যাটার। বোলিং করেন তাই। তিনিও দুটো উইকেট নিলেন। ভারতের দুই অফস্পিনার মিলে ১০ উইকেট। ফিলিপস দুটো। অফস্পিনেই একডজন উইকেট। ফিলিপস আবার নিলেন যশস্বী, পন্থের উইকেট। মানে দুই বাঁ হাতি। ভারত যা পরিকল্পনা করেছে, কিউয়িরা যেন এক ধাপ এগিয়ে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ওয়াশিংটন সুন্দর একাই ৭ উইকেট নিয়েছিলেন। ব্যাটিং তিনি ভালোই করেন। সদ্য রঞ্জিতে সেঞ্চুরি করে এসেছেন। ফলে কিউয়িদের বিরুদ্ধে তেমন একটা ইনিংস খেললে অবাক হওয়ার থাকবে না। বরং তিনি ভারতের ক্রাইসিস ম্যান হয়ে উঠবেন। শুক্র-সকালে বিরাট কোহলির উইকেট হারানোটা টার্নিং পয়েন্ট। সেখানেই ভারত ব্যাকফুটে চলে গিয়েছিল। এ বার সুন্দর-জাডেজা জুটি গড়তে না পারলে ভারতের ১৫০ করাও কঠিন। কী হতে চলেছে পুনে টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স? নজর সকলের সেদিকেই।